Advertisement
Advertisement

Breaking News

মিমি চক্রবর্তী

মহিলাদের আত্মরক্ষার পাঠ দেবে ‘শক্তি’, নয়া প্রকল্প সাংসদ মিমি চক্রবর্তীর

‘শক্তি’র উদ্যোগে স্কুলের ছাত্রীরা আত্মরক্ষার পাঠ নিতে পারবেন।

Mimi Chakraborty's new project 'Sakti' to teach girls self defence
Published by: Sandipta Bhanja
  • Posted:March 4, 2020 5:28 pm
  • Updated:March 4, 2020 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সুকন্যা’র পর এবার ‘শক্তি’৷ মেন্সট্রুয়াল হাইজিন নিয়ে সচেতনার্থে নতুন প্রজেক্টের পর এবার মেয়েদের আত্মরক্ষার জন্য বারুইপুর জেলা পুলিশের সহযোগীতায় আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে এলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী৷ মেয়েরা যাতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে সেই জন্যই যাদবপুর সাংসদের এই অভিনব উদ্যোগ৷ মেয়েরা নিজেরাই যাতে নিজেদের বর্ম হয়ে উঠতে পারে, সেই ভাবনা থেকেই ‘শক্তি’। নিজের সাংসদ তহবিল থেকেই সেই খরচ চালাবেন মিমি চক্রবর্তী।  

‘সুকন্যা’র মতো ‘শক্তি’ প্রজেক্টেরও যাবতীয় ব্যয়ভার বহন করবেন সাংসদ মিমি চক্রবর্তী নিজেই৷ রবিবার ঘাসিয়াড়া বিদ্যাপীঠে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খানের উপস্থিতিতেই উদ্বোধন হল ‘শক্তি’ প্রজেক্টের৷ আপাতত সোনারপুর দক্ষিণ বিধান সভায় শুরু হলেও আগামী দিনে সংসদীয় এলাকার অন্যান্য জায়গাতেও ‘শক্তি’র উদ্যোগে স্কুলের ছাত্রীরা আত্মরক্ষার পাঠ নিতে পারবেন। ঘোষণা করলেন সাংসদ মিমি চক্রবর্তী নিজেই৷

Advertisement

ইতিমধ্যেই সুকন্যা প্রজেক্টের জেরে উপকৃত হয়েছেন স্কুল এবং কলেজের মেয়েরা৷ এবার ‘শক্তি’ প্রজেক্ট চালু হওযায় আরও উচ্ছ্বসিত তারা৷ এদিনের অনুষ্ঠানে বারুইপুর পুলিশ জেলার শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর দক্ষিন বিধান সভার বিধায়ক জীবন মুখোপাধ্যায়ও ছিলেন সাংসদ মিমির পাশে৷ এই প্রজেক্ট বাস্তবায়িত করার জন্য আপ্তসহায়ক ‌ও দলকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী৷ 

[আরও পড়ুন: বাঙালি পরিচালকের হাত ধরে বলিউডে মুলায়ম সিংয়ের বায়োপিক, অজিত সিংয়ের চরিত্রে রণজয় ]

তারকা বলে কথা, সাংসদ হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে নিজস্ব সংসদীয় কেন্দ্রে আর তাঁর পায়ের ধূলো পড়বে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। ‘শুধুমাত্র পুজো আসলেই ফিতে কাটার অনুষ্ঠানে দেখা মেলে তাঁদের’ সাধারণত, এমন চিন্তাধারাই পোষণ করেন অনেকে। ঠিক এমনটাই ভেবেছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর সম্পর্কেও। তবে সেসমস্ত ধ্যান-ধারণা বদলে দিলেন যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। অভিনেত্রী সাংসদের সংগঠন ‘সুকন্যা’ যেন মেয়েদের এগিয়ে চলার পথে হাত বাড়িয়ে দিয়েছে।

[আরও পড়ুন: ‘করমর্দন নয়, নমস্কারে অভিবাদন জানান’, করোনা এড়াতে পরামর্শ অনুপম খেরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement