Advertisement
Advertisement
Mimi wishes Nusrat

জড়িয়ে ধরতে চাই! সদ্য মা হওয়া Nusrat-কে শুভেচ্ছা ‘বোনুয়া’ মিমির

নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী, তনুশ্রী, সায়নীরাও।

Mimi Chakraborty wishes Nusrat Jahan after the birth of her baby boy
Published by: Akash Misra
  • Posted:August 26, 2021 3:42 pm
  • Updated:August 26, 2021 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হওয়া নুসরতকে (Nusrat Jahan) নিয়ে এখন টলিপাড়ায় শোরগোল। বৃহস্পতিবার ফুটফুটে পুত্র সন্তান জন্ম হওয়ার পর নুসরতকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত টলিউডের সব তারকারাই। বাদ পড়লেন না নুসরতের বোনুয়া আরেক অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। টুইটারে নুসরতকে শুভেচ্ছা জানিয়ে মিমি লিখলেন, ‘শুভেচ্ছা নুসরত, ব্যক্তিগতভাবে আলিঙ্গন করতে চাই। প্রচুর আদর।’

নিখিলের সঙ্গে ছাড়াছাড়ির পর নুসরতকে নিয়ে কোনও মন্তব্য করেননি মিমি। এমনকী, যশের সঙ্গে নুসরতকে নিয়ে প্রেমের গুঞ্জন রটলেও, মিমি একেবারেই মুখে কুলুপ এঁটেছিলেন। অনেকে মনে করেছিলেন নুসরত আর মিমির বন্ধুত্বের সম্পর্ক হয়তো ভাঙার দিকে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মিমি। মিমি যে এখনও নুসরতের ফেভারিট ‘বোনুয়া’ তা ফের বুঝিয়ে দিলেন এই মিষ্টি শুভেচ্ছায়।

Advertisement

[আরও পড়ুন: Nusrat Jahan: মা হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, কোলে এল ফুটফুটে সন্তান]

নুসরত জাহান

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নুসরতের সঙ্গে নতুন বন্ধুত্বে জড়িয়ে ছিলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) ও তনুশ্রী (Tanushree Chakraborty)। এমনকী, মাঝে মধ্যেই নুসরতের বাড়ি যেতেন এই দুই অভিনেত্রী। একসঙ্গে ছবি পোস্টও করতেন সোশ্যাল মিডিয়ায়। নুসরত মা হওয়ার খবর শুনতেই, তনুশ্রী ও শ্রাবন্তীও নুসরতের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

Mimi wishes Nusrat

শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। রাজের ছবি ‘শত্রু’ থেকেই তো অভিনয়ের কেরিয়ারে পা রেখেছিলেন নুসরত। টুইটে রাজ লিখলেন, ‘তোমার মা হওয়ার খবর পেয়ে আমরা দারুণ খুশি। নবজাতক ও তোমার সুস্থতা কামনা করি।’

Nusrat Jahan latest news today

 

নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষও (Sayani Ghosh)। সায়নী টুইট করে লিখলেন, ‘শুভেচ্ছা নুসরত। জীবনের নতুন অধ্যায় শুভ হোক।’


নুসরত জাহানের মা হওয়ার পুরো জার্নিটা মোটেও সহজ ছিল না। বিতর্ক সঙ্গে নিয়েই কেটেছে তাঁর মাতৃত্বকালীন সময়। তবুও নিজেকে শক্ত রাখেন নুসরত। প্রতিটা মুহূর্ত নিজেকে ভাল, খুশি রাখার চেষ্টা করে গিয়েছেন তিনি। সমালোচনার উত্তর দেননি। উলটে, তিনি যে নিজের মতো করে বাঁচার শপথ নিয়ে ফেলেছেন তার ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নানা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এখন তো স্বপ্নপূরণ। যার জন্য অধীর অপেক্ষায় বসে ছিলেন নুসরত, সেই ফুটফুটে পুত্র সন্তান তাঁর কোলে।

[আরও পড়ুন: ‘নবজাতক ও মা সুস্থ থাকুক’, দূর থেকে Nusrat-কে শুভেচ্ছা নিখিলের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement