Advertisement
Advertisement
Mimi Chakraborty

বারান্দায় চাষ করা ১৪ শাক দিয়েই ভূত চতুর্দশীর রীতি পালন, আহ্লাদে আটখানা মিমি

ভিডিও শেয়ার করে নিজেই উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী। দেখুন।

Mimi Chakraborty shares video from her Kitchen garden on Bhoot Chaturdashi 2024

ছবি- ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:October 30, 2024 3:12 pm
  • Updated:October 30, 2024 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত চতুর্দশীর (Bhoot Chaturdashi 2024) সকালে বাজারে গিয়ে চোদ্দো শাক কিনতেই হয়। এ একেবারে বাঙালিদের চিরাচরিত প্রথা। দুপুরে ভাতের পাতে চোদ্দ শাক আর রাতে চোদ্দ বাতি। যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। আর সেই রীতি পালন করতে গিয়েই কালীপুজোর আগের দিন সাতসকালে বাজারে রীতিমতো ঘেমেনেয়ে শাক খোঁজার জোগাড় হয় সকলের। ঝক্কিও কম নয়! কারণ সময়মতো না পৌঁছলেই বাজারের সব শাক সাবাড়। কিন্তু মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) দারুণ বুদ্ধি প্রয়োগ করেছেন।

নিজের অ্যাপার্টমেন্টের ছোট্ট ব্যালকনিতেই টবে করে চাষ করে ফেলেছেন বিভিন্ন রকমের শাক। পালং, মেথি শাক থেকে শুরু করে আরও নানা রকমের শাক রয়েছে মিমির কিচেন গার্ডেনে। আর বুধবার ভূত চতুর্দশীর দিন নিজের ব্যালকনিতে চাষ করা সেসব রকমারি শাক দিয়েই চোদ্দ শাক খাওয়ার রীতি পালন করছেন অভিনেত্রী। শাক তোলার ভিডিও শেয়ার করে নিজেই লিখেছেন- “নিজের লাগানো ১৪ শাক নিয়ে মাতামাতি।” কিচেন গার্ডেন থেকে অভিনেত্রীর শেয়ার করা ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।

Advertisement

মিমি চক্রবর্তী বরাবরই পরিবেশপ্রেমী। শুট বা ব্যস্ত শিডিউলের অবসরে নিজের দুই পোষ্য, ব্যালকনির বাগান নিয়ে ব্যস্ত থাকেন। সেখানে রকমারি ফুল-ফলের চাষ করেন ছোট্ট পরিসরে। যত্নও করেন সেরকম। কখনও কোভিডকালে আবাসনে তাঁরই হাতে রোপণ করা জামরুল গাছ থেকে ফল পাড়ার ভিডিও শেয়ার করেছেন। আবার কখনও বা নিজের জলপাইগুড়ির বাড়ির বাগান থেকে কুল পাড়ার ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবার ব্যালকনিতে চাষ করা ১৪ শাক দিয়ে ভূত চতুর্দশীর রীতি পালন করার ভিডিও শেয়ার করে আহ্লাদে আটখানা অভিনেত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement