Advertisement
Advertisement

Breaking News

Laxmi Puja

নিজের হাতে সাজালেন প্রতিমা, করলেন আরতি, মিমির বাড়ির লক্ষ্মীপুজোয় কী কী হল?

সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার মিমির।

Mimi Chakraborty shares Laxmi Puja video
Published by: Akash Misra
  • Posted:October 17, 2024 5:14 pm
  • Updated:October 17, 2024 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীপুজো এবার দুদিন ধরে। কেউ কেউ বুধবার মেতেছিলেন লক্ষ্মীর আরাধনায়। কেউ কেউ আবার বৃহস্পতিার লক্ষ্মীবারে করলেন লক্ষ্মীপুজো। এই যেমন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন, তাঁর বাড়ির পুজোর ভিডিও। যেখানে দেখা গেল মিমি নিজের হাতেই পুজোর আয়োজন সারছেন।

মিমি যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে দেখা গেল পুজোর নৈবেদ্য সাজাচ্ছেন, ডালা থেকে ফুল নিয়ে নিজের হাতেই লক্ষ্মীপুজো করেছেন তিনি। অঞ্জলি দেওয়া ছাড়াও নিজের হাতে ভোগ নিবেদনও করেছেন, করছেন আরতিও। অভিনেত্রীর মাকে লক্ষ্মীর পাঁচালি পড়তেও দেখা গিয়েছে। এমনকী, মিমির সঙ্গে দেখা গেল তাঁর প্রিয় সারমেয়কেও। তবে বৃহস্পতিবারে নয়, বুধবারেই লক্ষ্মীপুজো সেরেছেন অভিনেত্রী।

Advertisement

দুর্গাপুজোর সময় নিজের আবাসনেই চুটিয়ে মজা করেছিলেন মিমি। আবাসনের প্যান্ডেলেও তাঁকে দেখা গিয়েছিল। অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে, ঢাকের তালে নেচেও উঠেছিলেন অভিনেত্রী। এবার সেই মিমিকেই দেখা গেল নিষ্ঠাভরে লক্ষ্মীর আরাধনায় মাততে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement