Advertisement
Advertisement
Mimi Chakraborty

‘নিজের পায়ে দাঁড়াতে পেরেছি’, নতুন পোস্টে যন্ত্রণার কথা তুলে ধরলেন মিমি

কোন যন্ত্রণার কথা লিখলেন মিমি?

Mimi chakraborty Shares her health update on social Media | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 30, 2021 2:27 pm
  • Updated:June 30, 2021 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়েছিলেন ভুয়ো ভ্যাকসিন। আর তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁর অসুস্থতার খবর পেয়ে স্বভাবতই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন মিমির অনুরাগীরা। তবে এখন মিমি আগের থেকে সুস্থ। চিকিৎসকের কথা মতো ওষুধপত্রও খেয়েছেন তিনি। অনুরাগীদের দুশ্চিন্তা দূর করতে এবার পোস্টে লিখলেন ‘নিজের পায়ে দাঁড়াতে পেরেছি!’, সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টে তাঁর সুস্থ থাকার কথা জানিয়ে দিলেন মিমি। সঙ্গে পোস্ট করলেন একগোছা ফুলের ছবি!

এই পোস্টে মিমি চক্রবর্তী লিখেছেন, ‘শারীরিক ও মানসিকভাবে কতটা যন্ত্রণা হতে পারে, তা কয়েকদিন ধরে বুঝতে পেরেছি। আপনারা সবাই আমার খবর নিয়েছেন, আমার জন্য প্রার্থনা করেছেন, মনের জোর বাড়িয়ে তুলতে সাহায্য করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি, ওষুধ চলছে। খুব শীঘ্রই গলব্লাডারের সমস্যা থেকে মুক্তি পাব।’ মিমি মজা করে গলব্লাডারের সমস্যাকে মিস্টার গলব্লাডারও বলেছেন।

Advertisement

[আরও পড়ুন: সানি লিওনির মতো লাগছে আপনাকে! মেদহীন শরীরে বোল্ড লুকে চমকে দিলেন জয়া আহসান]

বেশ কয়েকদিন ধরেই গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন মিমি। সঙ্গে ছিল লিভারের সমস্যাও। ওষুধ চলছিল তাঁর। নতুন বিপত্তি ঘটে ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর। এরপরেই ফের অসুস্থ হয়ে পড়েন মিমি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

মিমি আগেই জানিয়ে ছিলেন, ‘ভ্যাকসিনের নামে যেটি শরীরে ঢুকেছে সেটি অ্যামিকিসিন বলে একটি অ্যান্টিবায়োটিক। যা কিনা মূত্র সংক্রমণ ও পেটে ব্যথার জন্য দেওয়া হয়। আমার যেহেতু লিভারের সমস্যা রয়েছে আগে থেকে তাই চিকিৎসকরা একটু চিন্তায় ছিলেন। লিভারের কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্যই ওষুধ দিয়েছেন চিকিৎসকরা’।

[আরও পড়ুন: ‘প্রতিশোধের বদলে শান্তি!’ শ্রাবন্তীর পোস্টে কীসের ইঙ্গিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement