Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও

যত্নের ফল দেখে মিমির চোখেমুখে খুশি ঝরে পড়ছে।

Mimi Chakraborty plants wax apple, shares video
Published by: Sandipta Bhanja
  • Posted:April 10, 2024 7:38 pm
  • Updated:April 10, 2024 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিকে ‘টা-টা বাই বাই’ করে আদ্যোপান্ত ফিল্মি কেরিয়ারে মন মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। নিজেকে সময় দিচ্ছেন অভিনেত্রী। প্রাক্তন সাংসদের সোশাল মিডিয়ায়া উঁকি দিলেই দেখা যাবে, তিনি একেবারে বিন্দাস মুডে রয়েছেন। এবার মিমি তাঁর জামরুল চাষের ঝলক শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। গাছ ভর্তি ফল। ঝাঁকে-ঝাঁকে জামরুলের ভারে একেবারে নুইয়ে পড়েছে গাছ। যা দেখে আহ্লাদে আটখানা হয়ে পড়েছেন মিমি চক্রবর্তী।

বুধবার বিকেলে নিজের সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল তাঁর যত্ন সহকারে জামরুল চাষের ঝলক। নিজে হাতে সেই গাছটি লাগিয়েছিলেন তিনি। আর সেই গাছই এবার ভরে ভরে ফল দিয়েছে। ভিডিওতে দেখা গেল, নিজেই বাঁশের উপর উঠে গাছ থেকে জামরুল পারছেন মিমি। যত্নের ফল দেখে মিমির চোখেমুখে খুশি ঝরে ঝরে পড়ছে। অভিনেত্রী বলছেন, “নিজে হাতে গাছ লাগিয়ে ফল ধরার জন্য অপেক্ষা করার আনন্দই আলাদা।”

Advertisement

[আরও পড়ুন: শিল্পার ফ্রেমে বাধা ঋতুপর্ণা! বাংলার ‘ক্যুইন’কে দেখে কী করলেন মুম্বইয়ের শেট্টি? দেখুন ভিডিও]

নেটপাড়ার মতে, এটা থাইল্যান্ড প্রজাতির জামরুল। মিমি বরাবরই পরিবেশপ্রেমী। নিজের বাড়ির ব্যালকনিতেও বিভিন্নরকমের গাছ লাগিয়েছেন তিনি। উল্লেখ্য, অভিনেত্রী সম্প্রতি বৃন্দাবনে গিয়েছিলেন দোল উৎসব উদযাপনে। সামনে একাধিক কাজও রয়েছে। সামনেই ‘আলাপ’ রিলিজ। এছাড়াও বাংলাদেশের ছবিতে ডেবিউ করতে চলেছেন শাকিব খানের বিপরীতে। ‘তুফান’ কাস্টিং নিয়ে ইতিমধ্যেই দুই বাংলায় ঝড়!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

[আরও পড়ুন: শাড়ি পরেই মারকাটারি অ্যাকশন, রোমহর্ষক ‘পুষ্পা দ্য রুল’-এর টিজারে দুরন্ত আল্লু অর্জুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement