সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় মিমির প্রেম নিয়ে হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়ে মিমিকে নিয়ে একসময় প্রচুর গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে সব এখন অতীত। প্রেম থেকে শতহস্ত দূরে নিজেকে রেখে কেরিয়ারেই মন দিয়েছেন মিমি। অভিনয়ের সঙ্গে সঙ্গে সঙ্গে গানের দুনিয়াতেও নজর কেড়েছেন মিমি। তবুও অভিনেত্রীকে সাংবাদিকরা দেখলেই, একটাই প্রশ্ন, আপনি কি সিঙ্গল?
সম্প্রতি ‘আলাপ’ ছবির প্রচারেই মনের কথা খোলসা করলেন মিমি চক্রবর্তী। সাংবাদিকদের প্রশ্নে মিমি বললেন, ”লোককে মারছি, আমার শেষ ছবি থেকে শুরুর দিকে আমার দ্বিতীয় ছবি, সেখানে প্রেম নিবেদনও করছি ‘মারব’ বলে!’ অভিনেত্রীর দাবি তাঁর এমন একের পর এক ‘মারকুটে’ চরিত্রের জন্য লোকজন মনে করেন যে তিনি ব্যক্তিগত জীবনেও মারকুটে। অভিনেত্রীর কথায়, ”ব্যক্তিগত জীবনে তিনি একটু হয়তো ওরকম। কিন্তু রোম্যান্টিক মানুষ।”
View this post on Instagram
গত বছরের পুজোয় নন্দিতা ও শিবপ্রসাদের ‘রক্তবীজ’ ছবিতে অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। তবে এবার আর মারপিট নয়, বরং এবার প্রেমের হাওয়ায় নতুন করে ‘আলাপ’ সেরে নেবেন টলিউডের এই সুপারহিট জুটি। হ্যাঁ, এমনটাই বন্দোবস্ত করে ফেলেছে প্রযোজক সংস্থা সুরিন্দর ফিল্মস ও পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। গত সরস্বতী পুজোর দিনই সুরিন্দর ফিল্মস ঘোষণা করেছিল তাদের নতুন এই ছবির। যার নাম ‘আলাপ’।
এই ছবিতে মিমি ও আবিরের পাশাপাশি দেখা যাবে স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় ও কিঞ্জল নন্দাকে। ২৬ এপ্রিল মুক্তি পাবে মিমি ও আবিরের ‘আলাপ’। প্রযোজক সংস্থা জানিয়েছে, এই ছবির মধ্যে দিয়ে বহুদিন বাদে শুদ্ধ প্রেমের ছবির স্বাদ পাবে দর্শক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.