Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

‘শিল্পীদের প্রাপ্য সম্মানটুকু দিন’, কণ্ঠ বিভ্রাটের শিকার হওয়ায় সরব মিমি

ভুল শুধরে দিয়ে আসল শিল্পীকে যোগ্য সম্মান দেওয়ার দাবি রাখলেন অভিনেত্রী।

Mimi Chakraborty on Ki kore toke Bolbo song row, says, give credit who deserves
Published by: Sandipta Bhanja
  • Posted:April 11, 2025 12:05 pm
  • Updated:April 11, 2025 12:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটিকে শাহরুখ খানের বলে অভিজিৎ ভট্টাচার্যের রোষানলে পড়েছিলেন খোদ ডুয়া লিপা! অভিমান করে প্রবীণ শিল্পী বলেছিলেন, ‘গায়কদের কেউ মনে রাখে না।’ এমন ‘সংস্কৃতি’ অবশ্য নতুন নয়। সাধারণত সুপারহিট সব গান নায়ক-নায়িকাদের নাম কিংবা সিনেমার নাম দিয়েই মনে রাখেন শ্রোতারা। যে স্টারডমের ফলে নেপথ্য কণ্ঠশিল্পীদের নাম অনেকসময়ে অন্তরালেই রয়ে যায়। তেমনটাই ঘটেছিল মিমি চক্রবর্তী অভিনীত ‘কী করে তোকে বলব’ সিনেমার গান নিয়ে। তবে নেটিজেনদের ভুল শুধরে দিয়ে আসল শিল্পীকে যোগ্য সম্মান দেওয়ার দাবি রাখলেন অভিনেত্রী।

মিমির কোনও এক অনুষ্ঠানের ক্লিপিংয়ের সঙ্গে আসল গানটি জুড়ে দিয়ে জনৈক নেটিজেন দাবি করেন সেটি অভিনেত্রীর গাওয়া। বিষয়টি নজরে আসতেই চুপ থাকেননি মিমি। বরং সেই রিল ভিডিওর কিয়দংশ ইনস্টা স্টোরিতে পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছেন তিনি। মিমি লিখেছেন, “যিনি এই গানটি আমার বলে চালানোর সাহস দেখিয়েছেন, তাঁকে পরিষ্কার করে বলে রাখি, এটি আমার গাওয়া গান নয়। এই অভূতপূর্ব গানটি ‘কী করে তোকে বলব’ ছবির জন্য গেয়েছেন ট্যালেন্টেড মধুরা ভট্টাচার্য। তাই শিল্পীদের থেকে তাঁদের প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না বা চেষ্টাও করবেন না। শুধু মাত্র কয়েকটা লাইক আর শেয়ারের লোভে নিজেকে ছোট করবেন না।” এরপরই মিমি চক্রবর্তীর সংযোজন, “আমি যদি এত ভালো গান গাইতে পারতাম, তাহলে গান গাওয়াকেই পেশা হিসেবে বেছে নিতাম। তাই কেউ এই গান আমার গাওয়া ভেবে বোকা হবেন না।” উল্লেখ্য,অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের গানের অ্যালবামও প্রকাশ করেছেন মিমি। অতঃপর শিল্পী হিসেবে আরেক শিল্পীর জন্য ছেড়ে কথা বললেন না ভুয়ো তথ্য রটানো নেটিজেনদের।

Advertisement

mimi song 1

গত মার্চ মাসেই মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘ডাইনি’। সেই ওয়েব সিরিজ বহুল প্রশংসিত হয়েছে। ব্যতিক্রম শুধু পরমা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের ভিত্তিতে তৈরি হওয়া বিতর্ক। ঠোঁট ফিলার করিয়ে মিমির বিরুদ্ধে ভালো করে সংলাপ বলতে না পারার অভিযোগ এনেছিলেন পরমা। যদিও সেই বিতর্ক নিয়ে সোশাল মিডিয়ায় ঝড় বয়ে যায় সিরিজটিকে ‘যাত্রা টাইপ’ বলার জন্য। তবে মিমি কিংবা পরিচালক নির্ঝর মিত্র কেউই সেই বিতর্কে মন্তব্যে করে ঘৃতাহূতি দিতে চাননি। কিন্তু সম্প্রতি অভিনেত্রী কোনওরকম শব্দ খরচ না করেই, ঠোঁটে লিপস্টিক প্রয়োগ করার ছবি পোস্ট করেছিলেন। আর সেটা দেখেই একাংশের অনুমান, নায়িকা সম্ভবত কথা না বাড়িয়ে নিজের মতো করে উত্তর দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement