Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

বাড়িতে একলা নাকি? শীর্ষাসনের ছবি পোস্ট করতেই মিমিকে ‘নোংরা’ প্রস্তাব নেটিজেনের!

গোটা কাণ্ডে মিমি কিন্তু নীরব!

Mimi Chakraborty new instagram photo goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 6, 2023 5:07 pm
  • Updated:March 6, 2023 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের কি কোনও ব্য়ক্তিগত জীবন নেই? তাঁরা কি একটু নিজের মতো করে সময় কাটাতে পারেন না? সবেতেই কি নেটিজেনরা নাক গলাবে? বলিউডে ফাঁস হল আলিয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি। চুপ না থেকে আলিয়া প্রতিবাদ করলেন। তাতেও যেন শিক্ষা পেল না নেটিজেনরা। সেলেবদের সোশ্যাল মিডিয়ায় ঢুকে নোংরা মন্তব্যতে একেবারে সিদ্ধহস্ত তাঁরা।

গপ্পোটা হল, সম্প্রতি টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে মিমি শীর্ষাসনে ব্যস্ত। আর সেই ছবিতেই একের পর এক নোংরা মন্তব্য করে চলেছেন নেটিজেনরা। অনেকে তো মিমিকে নোংরা প্রস্তাবও দিচ্ছেন। তবে ট্রোলারদের কখনওই পাত্তা দেন না মিমি। বরং নিজের মতো করে বিন্দাস থাকতেই ভালবাসেন। তাই আলিয়ার মতো প্রতিবাদ না করে মিমি বোধহয় গোটা বিষয়কে এড়িয়ে চলতেই ভালবাসেন।

Advertisement

[আরও পড়ুন: বলিউডে বড় চমক, অক্ষয়, পরেশ, সুনীলের সঙ্গে এবার ‘হেরা ফেরি ৩’-তে সঞ্জয় দত্ত!]

অভিনয়ের পাশাপাশি সাংসদের দায়িত্বও সামলান। বাড়িতে পোষ্যদের খেয়াল রাখেন। এর মাঝে যেটুকু সময় পান, ঘুরতে বেড়িয়ে পড়েন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালবাসেন অভিনেত্রী। ভালবাসেন প্রকৃতির মাঝে থাকতে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। তাই এসব নেগেটিভিটি থেকে দূরেই থাকেন তিনি।

[আরও পড়ুন: ‘আরও টাকা চাই!’ স্ত্রী আলিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement