Advertisement
Advertisement

Breaking News

মিমি চক্রবর্তী

চক্ষু চিকিৎসার জন্য সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগ, বারুইপুর হাসপাতালে চালু নয়া পরিষেবা

বেসরকারি আবাসনে কুকুর অত্যাচারের ঘটনা কানে আসতেই আপ্তসহায়ককে খতিয়ে দেখতে পাঠালেন মিমি।

Mimi Chakraborty inaugurates new project in Baruipur hospital
Published by: Sandipta Bhanja
  • Posted:March 5, 2020 1:07 pm
  • Updated:March 5, 2020 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের সংসদীয় এলাকায় চিকিৎসা পরিষেবায় উন্নতি আনতে ফের সাংসদ মিমি চক্রবর্তীর এক অভিনব প্রয়ায়। মেনস্ট্রুয়াল হাইজিনের সতেচনতা বাড়ানোর উদ্যোগে ‘সুকন্যা’ এবং মেয়েদের আত্মরক্ষার পাঠ পড়াতে ‘শক্তি’ সংস্থার পর এবার চোখের চিকিৎসার জন্য অভিনব উদ্যোগ মিমি চক্রবর্তীর।

বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য বসানো হল ফেকোমেশিন এবং বায়োমেট্রিক মেশিন। সাংসদ তহবিলের টাকায় এই উদ্যোগ নিলেন সাংসদ। সম্প্রতি বারুইপুর হাসপাতালে এর আনুষ্ঠানিক সূচনা করলেন মিমি চক্রবর্তী। বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মিমির এমন উদ্যোগে যে শুধু স্থানীয়রাই উপকৃত হয়েছেন তা নয়, সূত্রের খবর উপকৃত হচ্ছেন বহু মানুষই। ইতিমধ্যেই ‘সুকন্যা’ প্রজেক্টের জেরে উপকৃত হয়েছেন স্কুল এবং কলেজের মেয়েরা৷ ‘শক্তি’ প্রজেক্টের দৌলতে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ চালু হওযাতেও উচ্ছ্বসিত তাঁর সংসদীয় এলাকার বাসিন্দারা৷ প্রসঙ্গত, ‘সুকন্যা’র মতো ‘শক্তি’ প্রজেক্টেরও যাবতীয় ব্যয়ভার বহন করবেন সাংসদ মিমি চক্রবর্তী নিজেই৷

Advertisement

[আরও পড়ুন: ‘ডিকশনারি’র লুক শেয়ার করে ফের মৌলবাদীদের কটাক্ষের শিকার তারকা-সাংসদ নুসরত জাহান ]

বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মিমি চক্রবর্তী

অন্যদিকে, দিন কয়েক আগেই নরেন্দ্রপুরের এক বেসরকারি আবাসনে অত্যাচার করে কুকুর উৎখাতের খবর এসেছে সাংসদ মিমির কাছে। আবাসিকের পশুপ্রেমীদের একাংশই এই খবর সাংসদের কাছে পৌঁছে দেয়। কখনও কুকুরদের তাড়াতে লাঠিপেটা করা হয় তো আবার কখনও বা মা কুকুরদের কাছ থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় সন্তানদের। অভিযোগ, সেই বহুজাত আবাসিকেরই কিছু বাসিন্দাদের বিরুদ্ধে। যে ঘটনা মিমির কানে আসতেই, অবস্থা খতিয়ে দেখতে সেই আবাসিকে নিজের আপ্তসহায়ককেও পাঠিয়েছিলেন মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, পশু নিগ্রহের ঘটনায় আশ্বাসও দিয়েছেন।

সংসদীয় কাজ সামলানোর পাশাপাশি শুটিং ফ্লোরেও দাপিয়ে বেড়াচ্ছেন মিমি। কথাতেই আছে, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। ঠিক যেরকম তৎপরতার সঙ্গে সংসদীয় এলাকার কাজে ছুটে বেড়াচ্ছেন, ঠিক তেমনই শুটিং ফ্লোরেও শট দিচ্ছেন।  

[আরও পড়ুন: মহিলাদের আত্মরক্ষার পাঠ দেবে ‘শক্তি’, নয়া প্রকল্প সাংসদ মিমি চক্রবর্তীর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement