Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

নিজের বাড়িতেই ক্ষতবিক্ষত মিমি! ছবি শেয়ার করে কাকে দুষলেন?

কী করে ঘটল এমন সাংঘাতিক ঘটনা?

Mimi Chakraborty got injured at home by her pet dog

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:June 4, 2024 7:58 am
  • Updated:June 4, 2024 7:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়িতেই আক্রমণের শিকার মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)! পায়ে আঁচড় লেগে কেটে গিয়ে রীতিমতো রক্তাক্ত অবস্থা। ক্ষতবিক্ষত অবস্থার ছবি শেয়ার করে দোষীকে ধরিয়ে দিলেন অভিনেত্রী নিজেই।

কী করে ঘটল এমন সাংঘাতিক ঘটনা? মিমি চক্রবর্তীর শেয়ার করা ছবিতেই দেখা গেল তাঁর পায়ের ক্ষতস্থানের ছবি! আসলে অভিনেত্রীর বাড়িতে একাধিক পোষ্য রয়েছে। সারমেয় সন্তানদের নিয়ে তাঁর সুখের ঘরকন্না। মাঝেমধ্যেই তাদের সঙ্গে একান্তযাপনের ছবি শেয়ার করেন তিনি। মিমির সেই পোষ্যদের মধ্যেই কেউ একটা এহেন কাণ্ড ঘটিয়েছে। অভিনেত্রীর শেয়ার করা ছবিতেই দেখা গেল ঘটনার নেপথ্যের ‘দোষী’কে। মিমি তাঁর আঁচড় লাগা পায়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন?’

Advertisement

এমন ঘটনা মিমির জীবনে নতুন নয়! বহু বছর ধরেই তাঁর বাড়িতে সারমেয়দের বাস। তাই আগেও এমন কাণ্ড ঘটেছে। মাঝেমধ্যেই পোষ্যদের সঙ্গে আদুরে ছবি শেয়ার করেন তিনি। তবে এবার তাঁদের ভয়ানক কর্মকাণ্ডের ছবি দেখালেন। মিমি চক্রবর্তী বরবারই পশুপ্রেমী। পথপশুদের অত্যাচেরর বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি একাধিকবার। সম্প্রতি পথ সারমেয়দের জন্য রতন টাটার মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, “আপনি সত্যিকারের অনুপ্রেরণা। যদি সবাই এভাবে বুঝত। সহমর্মিতা এবং দয়া যাঁদের মধ্যে রয়েছে, তাঁরাই প্রকৃত অর্থে ধনী।” আসলে রতন টাটা নিজের তাজ হোটেল চত্বরে পথপশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন কর্মীদের। সেই খবর বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল। আর তাতেই মুগ্ধ অভিনেত্রী।

[আরও পড়ুন: এ কেমন চেহারা! এতটাই অসুস্থ? আম্বানিদের পার্টিতে শাহরুখকে দেখে ‘সস্তার জনি ডেপ’ কটাক্ষ]

সম্প্রতি বাংলাদেশ-এর ‘তুফান’ ছবির কাজ শেষ করেছেন তিনি। যেখানে অভিনেত্রীকে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। দিন দুয়েক আগে সেই সিনেমার আইটেম গানের একটি ঝলক প্রকাশ্যে এনে দুই বাংলায় শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। রাজনীতি থেকে দূরে সরে গিয়ে তিনি যে দিব্যি মনের মতো করে সময় কাটাচ্ছেন, সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়।

[আরও পড়ুন: দেবের ভোটের রেজাল্ট নিয়ে কি টেনশনে রুক্মিণী? ৪ জুনের পরিকল্পনা জানালেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement