Advertisement
Advertisement
Mimi Chakraborty

পাহাড়ি জঙ্গলে জোঁকের কবলে মিমি! ঘুরতে গিয়ে এ কী বিভ্রাট?

তারপর কী ঘটল? দেখুন ভিডিও।

Mimi Chakraborty faced leach bite in jungle

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:May 27, 2024 3:54 pm
  • Updated:May 27, 2024 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের অবসরে সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেড়িয়ে পড়েন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। দিন কয়েক আগেই সমুদ্র সৈকতে গিয়েছিলেন। তবে এবার মিমির ‘ট্যুর ডেস্টিনেশন’ পাহাড়। সেখান থেকেই এক ভিডিও শেয়ার করে চমকে দিলেন অভিনেত্রী। যেখানে দেখা গেল জোঁকের কবলে পড়েছেন তিনি।

বৃষ্টিভেজা জঙ্গলে হাঁটতে বেড়িয়েছিলেন। আচমকাই জুতো খুলে দেখেন জোঁক! সাধারণত এরকম একটা বিষয়ে যে কেউ ঘাবড়ে যাবেন বা জোঁক ছাড়ানোর চেষ্টা করবেন। তবে মিমি যা করলেন, দেখলে অবাক হবেন আপনিও! পায়ের জুতো খুলে জোঁক উদ্ধার করে রীতিমতো হাতে নিয়ে খেলতে দেখা গেল অভিনেত্রীকে। কোনওরকম ভয়-ডরের লেশমাত্র নেই মিমির! তিনি যে বরাবর দুঃসাহসী। একথা অবশ্য ঘনিষ্ঠমহলে কারোরই অজানা নয়। নিজেই গাছে উঠে ফল পারেন অভিনেত্রী। সেই ঝলকও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অনেকবার। এবার পাহাড়ি জঙ্গলে ঘুরতে গিয়ে জোঁকের উপদ্রবেও একচুল ভয় পেলেন না মিমি। আবার সেই জোঁক না মেরে জঙ্গলেই ছেড়ে দিলেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী। মিমি চক্রবর্তী যে প্রকৃতিপ্রেমী, তার প্রমাণ এর আগেও পাওয়া গিয়েছে। অনুরাগীরাও মিমির এই সাহস দেখে হতবাক! সকলেই একবাক্যে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। সম্ভবত উত্তরবঙ্গের পাহাড়ে গিয়েছেন মিমি।

Advertisement

[আরও পড়ুন: জাতের জাঁতাকলে প্রেমের বলি! করণের নতুন ছবিতে তৃপ্তি-সিদ্ধান্তের উত্তাল ভালোবাসা]

সম্প্রতি বাংলাদেশ-এর ‘তুফান’ ছবির কাজ শেষ করেছেন তিনি। যেখানে অভিনেত্রীকে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। দিন দুয়েক আগে সেই সিনেমার আইটেম গানের একটি ঝলক প্রকাশ্যে এনে দুই বাংলায় শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। রাজনীতি থেকে দূরে সরে গিয়ে তিনি যে দিব্যি মনের মতো করে সময় কাটাচ্ছেন, সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়।

[আরও পড়ুন: ছেলে অ্যাব্রামকে জন্মদিনের সেরা উপহারটা দিলেন শাহরুখ, মন্নতে ‘ডবল সেলিব্রেশন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement