Advertisement
Advertisement
Mimi Chakraborty

‘জীবনে প্রথমবার…’, কলকাতার বাইরে শো করতে গিয়ে মহাফাঁপড়ে মিমি! কী ঘটল?

ভোররাতে বাড়ি ফেরার পথে অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী।

Mimi Chakraborty faced awkward situation on stage

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:November 16, 2024 6:53 pm
  • Updated:November 16, 2024 7:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হালকা শীতের আমেজ আসতেই স্বমহিমায় ফিরেছে মাচা শো। কোভিড পর্বে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল এই জনপ্রিয় শোগুলি। তবে চলতি বছরে পুজোর সময় থেকেই তারকারা ব্যস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের অনুষ্ঠানগুলিতে। মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty) সম্প্রতি কলকাতা থেকে দূরে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। আর সেখানেই মঞ্চে ঘটে এক বিপত্তি!

কী? অভিনেত্রী নিজেই ভিডিও শেয়ার করে সেকথা জানিয়েছেন। সেই ভিডিওতে নিজের সফরনামা তুলে ধরেছেন মিমি। যেখানে তাঁকে দেখা গেল রুপোলি রঙের ঝকমারি পোশাক পরে গ্রিন রুমে আয়নার সামনে প্রস্তুত হচ্ছেন তিনি। এরপরই হালকা কিছু খেয়ে রওনা হলেন অনুষ্ঠানের ভেন্যুর উদ্দেশে। সেখানে টেবিলে মিমির জন্য রাখা ছিল রকমারি স্ন্যাকসের প্যাকেট। দু-একটা হিন্দিভাষায় কথা বলে ফেলার জন্য আবার নিন্দুকদের আগেভাগেই সতর্ক করে দিলেন, “এখনই লোকে বলবেন, বাঙালি হয়ে হিন্দিতে বলছেন কেন!” টিপ্পনি সেরেই অভিনেত্রী পৌঁছে গেলেন অনুষ্ঠানে।

Advertisement

শহরতলীর এই অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে দেখতে ভিড়ও জমেছিল বেশ। মঞ্চেই স্বরোচিত গান ধরলেন অভিনেত্রী। যা শুনে মন্ত্রমুগ্ধ শ্রোতারাও। এরপরই ফেরার পালা। গাড়িতে উঠেই মিমি জানালেন, জীবনে প্রথমবার কোথাও শো করতে এসে মঞ্চে জুতো ছিঁড়ে গিয়েছে। যদিও তার জন্যে কোনও আক্ষেপ নেই তাঁর। কারণ স্লিপার্স সঙ্গেই ছিল। ফিরতি পথে ভোর সাড়ে ৩ টেয় সারাদিন পর খাবার মুখে তুললেন মিমি। মেন্যুও অতি সাধারণ। ভাজা লঙ্কা, ভাত আর আলু চোখা পেয়ে ঘরের মেয়ের মতোই উচ্ছ্বসিত দেখাল অভিনেত্রীকে। সেই ভিডিওতে অভিনেত্রীর লুকে প্রশংসায় পঞ্চমুখ ইমন চক্রবর্তী, স্বস্তিকা দত্তরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement