সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুমহলে সকলে বিয়ে করে সংসার পাতলেও ‘সাত পাক’ নিয়ে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) কিন্তু এখনও ‘স্পিকটি নট’! মুক্তির অপেক্ষায় তাঁর একাধিক ছবি। যে তালিকায় রয়েছে ‘রক্তবীজ’, ‘পোস্ত’র হিন্দি রিমেক। তবে সেই খবরের থেকে সাংসদ-অভিনেত্রী কবে বিয়ে করছেন? সেই কৌতূহল সব মহলেই। অতঃপর তিনি কার সঙ্গে প্রেম করছেন, সেদিকেও সকলের নজর ষোলো আনা! এবার সরাসরি প্রেমজীবন নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মিমি।
টলিপাড়ার ‘মোস্ট এলিজিবল’ বিবাহযোগ্যা যে বর্তমানে মিমি চক্রবর্তী, তাতে কোনও সন্দেহ নেই! আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলও অন্তহীন। তিনি স্বাধীনচেতা নারী। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। উপরন্তু মাঝেমধ্যেই কনে সাজে ফটোশুট করে ভক্তদের তাক লাগিয়ে দেন মিমি। শাঁখা-পলা, লাল বেনারসি-চেলি পরনে দেখে অনুরাগীদেরও ষোলো আনা ইচ্ছে তাঁকে ছাতনাতলায় দেখার। তাই এবার মিমির প্রেমিককে দেখার ইচ্ছেপ্রকাশ করলেন জনৈক অনুরাগী।
আসলে সম্প্রতি, ইনস্টা প্রোফাইলে প্রশ্নোত্তর পর্ব করেন মিমি চক্রবর্তী। সেখানেই এক অনুরাগী সরাসরি জিজ্ঞেস করে বসেন যে, “আপনার প্রেমিককে দেখতে চাই।” তবে এমন আবদারে নিরুত্তর থাকেননি অভিনেত্রী। পালটা রসিকতা করে বলেন, “আমিও দেখতে চাই।” আর সেইসঙ্গেই এও প্রশ্ন ছোড়েন যে, “BF মানে প্রেমিক নাকি বেস্ট ফ্রেন্ড? আমার প্রিয় বন্ধুকে তো সকলেই চেনেন। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথা বলছেন। তাকে আসলে আমিও দেখতে চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.