Advertisement
Advertisement

Breaking News

না ফেরার দেশে ‘ফিরিয়ে দাও’ কণ্ঠ, প্রয়াত ‘মাইলস’ খ্যাত শাফিন আহমেদ

বয়স হয়েছিল ৬৩।

Miles fame singer shafin ahmed passed away
Published by: Akash Misra
  • Posted:July 25, 2024 10:28 am
  • Updated:July 25, 2024 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফিরিয়ে দাও.. আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও…’ ওপার বাংলার জনপ্রিয় বাংলা ব্য়ান্ড ‘মাইলস’-এর এই গান আজও হৃদয়কে নাড়া দিয়ে যায়। প্রয়াত সেই গানেরই গায়ক শাফিন আহমদ। বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের এই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর। ছাত্র আন্দোলন নিয়ে যখন তোলপাড় বাংলাদেশ, ঠিক সেই সময়ই প্রিয় গায়কের মৃত্য সংবাদের যেন আরও ভেঙে পড়ল ওপার বাংলা। তবে শুধু বাংলাদেশ নয়, ‘মাইলস’ এবং শিল্পী শাফিন আহমেদ দুই বাংলাতেই সমান জনপ্রিয়। শিল্পীর বয়স হয়েছিল ৬৩।

বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে শাফিন আহমেদের ভাই হামিন বলেন, ‘কনসার্টে অংশ নিতে সম্প্রতি আমেরিকায় যান শাফিন। ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। এই কারণে শো বাতিলও করেন তিনি। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাল্টি অর্গ্যান কাজ না করায়, তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাঁকে আর ফেরানো গেল না।’

Advertisement

[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

নয়ের দশকে ভাই হামিনকে নিয়ে ‘মাইলস’ ব্যান্ড তৈরি করেন শাফিন। দীর্ঘদিন একসঙ্গে পথচলার পর ‘মাইলস’ থেকে আলাদা হন শাফিন। ‘রিদম অব লাইফ’ নামে আরও একটি বাংলা ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’র মতো গান বহুল জনপ্রিয়।

Advertisement

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।

[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ