Advertisement
Advertisement

Breaking News

Michael Jackson Biopic

বিতর্কে মোড়া জীবন! এবার সিনেপর্দায় মাইকেল জ্যাকসনের বায়োপিক

কবে রিলিজ করবে 'পপ সম্রাটে'র জীবনকাহিনী?

Michael Jackson's biopic in works, to release next year | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 12, 2024 6:06 pm
  • Updated:January 12, 2024 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় বর্তমানে বায়োপিকের রমরমা। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি পর্দায় ক্রীড়াদুনিয়ার তারকাদের নিয়েও বায়োপিক হচ্ছে। আর সেই তালিকাতেই এবার নবতম সংযোজন ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসন (Michael Jackson)।

জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ। পরিচালনায় অ্যান্তোনি ফুকওয়া। প্রযোজনায় লায়নসগেট। মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তাঁরই ভাগ্নে জাফার জ্যাকসন। আন্তর্জাতিক স্তরে এই ছবি স্বত্ব কেনা হয়েছে। গ্রাহাম কিংয়ের সঙ্গে যৌথভাবে এই বায়োপিকের প্রযোজনা করছেন জন ব্রাঙ্কা, জন ম্য়াকক্লেন যাঁরা কিনা মাইকেল জ্যাকসন এস্টেটের কোএক্সিকিউটরও। গ্ল্যাডিয়েটর এবং দ্য অ্যাভিয়েটর খ্যাত জন লোগান ইতিমধ্যেই চিত্রনাট্য লেখা শুরু করেছেন।

Advertisement

[আরও পড়ুন: সৌরভের বায়োপিকের দায়িত্বে নামজাদা পরিচালক, কবে ব্যাট হাতে মাঠে নামছেন আয়ুষ্মান?]

মাইকেলের ব্যক্তিগতজীবনের টানাপোড়েন দেখানো হবে এই ছবিতে। যদিও পপ সম্রাটের জীবনের বিতর্কিত ঘটনাগুলোকে আদৌ কীভাবে দেখানো হবে? তা এখনও নির্মাতারা পরিষ্কার করে জানাননি। ২০২৫ সালে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের বায়োপিক।

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement