Advertisement
Advertisement
Mehul choksi

Netflix-এর ওয়েব সিরিজের বিরুদ্ধে আদালতে মামলা মেহুল চোকসির, কিন্তু কেন?

আর্থিক জালিয়াতি করে দেশ ছেড়েছেন মেহুল চোকসি।

Mehul Choksi a To Delhi Court Against Netflix's web series
Published by: Paramita Paul
  • Posted:August 26, 2020 5:43 pm
  • Updated:August 26, 2020 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্সের (Netflix) ওয়েবসিরিজের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)। তাঁকে নিয়ে তৈরি হওয়া ওয়েবসিরিজটি অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারের আগে তা তাঁকে দেখাতে হবে বলে আদালতে আবেদন করেছেন ব্যবসায়ীর আইনজীবী। মেহুল চোকসির আইনজীবীর দাবি, এই ওয়েবসিরিজটি তাঁর মক্কেলকে নিয়ে চলা তদন্তে প্রভাব ফেলতে পারে। এ নিয়ে নেটফ্লিক্স কর্তৃপক্ষের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। আগামী ২৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ব্যাড বয় বিলেনিয়রস নামে একটি ডকু সিরিজ তৈরি করছে। সেপ্টেম্বরের ২ তারিখ থেকে সেই সিরিজটির সম্প্রচার শুরুর কথা। মূলত ভারতের লিকার ব্যরন বিজয় মালিয়া (Vijaya Maliya), হিরে নীরব মোদিদের (NiraV Modi) কার্যকলাপ নিয়েই তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি। সেখানে হিরে ব্যবসায়ী মেহুল চোকসিরও জীবন কাহিনী দেখানোর কথা। আর ঠিক এ বিষয়টিতেই আপত্তি রয়েছে ব্যবসায়ীর। তাঁর দাবি, সম্প্রচারের আগে গোটা সিরিজটি তাঁকে দেখাতে হবে। এই আবেদন নিয়েই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবী। এদিন শুনানি চলাকালীন চোকসির আইনজীবী বলেন, “সম্প্রচারের আগে ডকু সিরিজটি তাঁর মক্কেলকে একবার দেখানো হোক। এই ডকুসিরিজটি তদন্তে প্রভাব ফেলতে পারে।” যদিও নেটফ্লিক্সের তরফে আগেই বলা হয়েছিল যে, মেহুল চোকসির বিষয়টি গোটা সিরিজে মাত্র দুমিনিট রাখা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন : পাকিস্তান থেকে RDX ও অস্ত্র পাচারের জের, রাজস্থানে যাবজ্জীবন কারাদণ্ড ১০ ব্যক্তির]

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) প্রায় ২০ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ প্রতারণার খবর সামনে আসার আগে থেকেই অবশ্য তাঁরা দেশছাড়া ছিলেন৷ তাঁদের বিরুদ্ধে আপাতত তদন্ত করছে ইডি৷ এদিকে অ্যান্টিগুয়া সরকারের কাছে চোকসিকে ভারতের হাতে প্রত্যার্পন করার আবেদন জানিয়েছে কেন্দ্র সরকার।

[আরও পড়ুন : শুধু ব্যবসার কথা না ভেবে মানুষের দুর্ভোগের কথাও ভাবুন, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement