Advertisement
Advertisement

Breaking News

Vijay Mallya

বিলাসিতার চরমে থাকা বিজয় মালিয়ার কাহিনি এবার ওয়েব সিরিজে, মুখ্য ভূমিকায় কে?

‘কিং অফ গুড টাইমস’-এর জানা-অজানা কাহিনি।

Mega web series to be made on Vijay Mallya’s life
Published by: Suparna Majumder
  • Posted:August 14, 2020 7:01 pm
  • Updated:August 14, 2020 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিকার ব্যারন বিজয় মালিয়া (Vijay Mallya)। ভারতে এখন পরিচিতি পলাতক ঋণখেলাপি। কিংফিশার বিমানসংস্থার নামে ভারতের একাধিক ব্যাংক থেকে প্রায় নয় হাজার কোটি টাকা ধার ঋণ নিয়েছিলেন বিজয় মালিয়া। সেই টাকা না মিটিয়েই দেশ ছাড়েন। এরপরই তাঁকে দেশে ফেরাতে উঠেপড়ে লেগেছে ভারত সরকার। কিন্তু একের পর এক আইনি মারপ্যাঁচে সেই ছক বানচাল করতে সচেষ্ট লিকার ব্যারন। হাল ছাড়েনি ভারত সরকারও। ব্রিটেন থেকে ঋণখেলাপিকে ফেরাতে এখনও সক্রিয় বিদেশমন্ত্রক। আর পলাতক এই ভারতীয় ব্যবসায়ীর বর্ণময় জীবনের কাহিনি মেগা ওয়েব সিরিজে তুলে ধরতে তৈরি অলমাইটি মোশন পিকচার।

[আরও পড়ুন:ক্যানসার আক্রান্ত সঞ্জয়ের উপর ৭৩৫ কোটি টাকা লগ্নি, অনিশ্চিত অভিনেতার একাধিক ছবির ভবিষ্যৎ]

‘কিং অফ গুড টাইমস’ ছিলেন বিজয় মালিয়া। সোনার চামচ মুখে নিয়েই তাঁর জন্ম। বাবার বিশাল ব্যবসা হাতে নাতে পাওয়া। ভারত ছাড়ার আগে পর্যন্ত জীবনযাপনের ধারা রঙিন স্রোতেই বয়েছে। বিলাসবহুল বাড়ি, গাড়ি, বিমান, ইয়ট থেকে মহিলা সঙ্গ, কোনও কিছুই বাদ ছিল না। বিদেশে গিয়ে কোটি টাকা দিয়ে নিলামে ওঠা টিপু সুলতানের তলোয়ার কিনে ফেলার আগে এক মুহূর্তও চিন্তা করতেন না। তাঁর সেই রঙিন জীবনযাপনের কাহিনিই উঠে এসেছে কে গিরিপ্রকাশের (K. Giriprakash) লেখা বই ‘দ্য বিজয় মালিয়া স্টোরি’-তে। সেই বইয়ের ভিত্তিতেই ওয়েব সিরিজের চিত্রনাট্য লেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর দু’মাস পার, অভিনেতার জন্য সুবিচার চেয়ে এবার তৈরি হল মিউজিক ভিডিও]

জানা গিয়েছে, চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সমস্ত কিছু ঠিক থাকলে পরের মাস থেকেই শুরু হয়ে যাবে মেগা ওয়েব সিরিজের শুটিং। সূত্রের খবর, বলিউডের এক প্রথমসারির অভিনেতা বিজয় মালিয়ার চরিত্রে অভিনয় করবেন। তবে তিনি কে? সে সম্পর্কে প্রযোজনা সংস্থা এখনও মুখ খুলতে নারাজ। এর আগে অলমাইটি মোশন পিকচারসের প্রযোজনায় তৈরি প্রথম সিরিজ ‘মস্তরাম’ মুক্তি পেয়েছিল এমএক্স প্লেয়ারে। দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে ‘মস্তরাম’। মনে করা হচ্ছে, বিজয় মালিয়ার জীবন কাহিনি নিয়ে তৈরি মেগা সিরিজটির ডিজিটাল রিলিজের ভার এমএক্স প্লেয়ারকেই দিতে পারে প্রযোজনা সংস্থাটি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement