Advertisement
Advertisement

Breaking News

Tiger 3 Katrina Fight

শুধুমাত্র তোয়ালে পরে ক্যাটরিনার সঙ্গে ফাইট, ‘টাইগার ৩’র এই হলিউড সুন্দরীকে চেনেন?

'ভেনম', 'ব্ল্যাক উইডো'র মতো সিনেমায় অভিনয় করেছেন ইনি।

Meet Hollywood actress seen fighting with Katrina Kaif in Tiger 3 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 17, 2023 8:15 pm
  • Updated:October 17, 2023 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে শুধুমাত্র তোয়ালে। তাতেই দুই নারীর দুরন্ত ফাইট। একজন বলিউডের ‘চিকনি চামেলি’ ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), আরেকজন হলিউড সুন্দরী মিশেল লি (Michelle Lee)। যার নামের পাশে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’, ‘ভেনম’, ‘ব্ল্যাক উইডো’র মতো সিনেমা রয়েছে।

Katrina-Fight-Tiger-3-enw

Advertisement

সোমবারই ‘টাইগার ৩’র (Tiger 3) ট্রেলার প্রকাশ্যে এসেছে। তাতেই এক স্নানাগারের মধ্যে ক্যাটরিনা আর মিশেলের লড়াই দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি স্টান্ট উওম্যান হিসেবেও হলিউডে বেশ জনপ্রিয় মিশেল। ‘পেসিফিক রিম’, ‘সুইসাইড স্কোয়াড’-এর মতো সিনেমায় বিপজ্জনক স্টান্ট করেছেন তিনি। টম হার্ডি, স্কারলেট জোহানসনদের মতো হলিউড তারকদের প্রিয় স্টান্ট উওম্যানের তালিকায় মিশেলের নাম প্রথমসারিতেই রয়েছে।

[আরও পড়ুন: Subhashree Ganguly: শুভশ্রীকে সাধ খাওয়ালেন মিঠুন, মহাগুরুর সারপ্রাইজ পেয়ে আপ্লুত অভিনেত্রী]

ক্যাটরিনার সঙ্গে এই অ্যাকশনের দৃশ্যটি অনেক আগেই শুট করেছিলেন মিশেল। মুম্বইয়ে এর জন্য নাকি আলাদা করে সেট করা হয়েছিল। ভারতীয়দের সঙ্গে কাজ করে তাঁদের ব্যবহারে মুগ্ধ মিশেল। সলমন খানের মতো সুপারস্টারের সিনেমায় বলিউড ডেবিউ করতে পেরে বেশ খুশি তিনি। ক্যাটরিনার সৌন্দর্য, ব্যবহার আর নিষ্ঠায় মুগ্ধ হলিউড অভিনেত্রী।

Katrina-Fight-Tiger-3-enw-2

প্রসঙ্গত, সলমন খানের ‘টাইগার’ ব্রহ্মাণ্ডের সূত্রপাত হয়েছিল ২০১২ সালে। সেবছর মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সলমনভক্তরা। আসন্ন দিওয়ালিতে তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। ১২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘টাইগার ৩’।

[আরও পড়ুন: দুর্গাপুজোর আনন্দে মিশল সাহিত্যচর্চা, নবীন-প্রবীণদের মিলিয়ে দিল সারা বাংলা কবিতা উৎসব ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement