Advertisement
Advertisement

Breaking News

Sandhya Mukherjee

Sandhya Mukherjee: সফল অস্ত্রোপচার, সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার গীতশ্রীর ফিমার বোনের অস্ত্রোপচার হয়।

Medical bulletin of Sandhya Mukherjee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 11, 2022 6:03 pm
  • Updated:February 11, 2022 6:36 pm  

অভিরূপ দাস: ভেঙে যাওয়া ফিমার বোন ঠিক করতে অস্ত্রোপচার করা হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। কিংবদন্তি গায়িকার অস্ত্রোপচার সফল হয়েছে। আগের তুলনায় গীতশ্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানানো হয় শুক্রবারের মেডিক্যাল বুলেটিনে। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।  

Health update of legendary singer Sandhya Mukherjee 

Advertisement

বয়সজনিত কারণে নানা অসুখে ভুগছিলেন প্রবীণ সংগীতশিল্পী। এর মধ্যেই পড়ে গিয়েছিলেন বাড়িতে। ফিমার বোন ভেঙে গিয়েছিল তাঁর। গত ২৭ জানুয়ারি নবতিপর শিল্পীকে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে কোভিড (COVID-19) রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। পরে করোনামুক্ত হলেও শিল্পীর শারীরিক অবস্থা যেরকম ছিল, তাতে সেসময় অস্ত্রোপচার করা সম্ভব ছিল না।

[আরও পড়ুন: নিজেকে গুটিয়ে নিতে চান অভিমানী অভিষেক বন্দ্যোপাধ্যায়! সিদ্ধান্ত সোমবার

এর আগে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা জানান, গোড়ার দিকে চিকিৎসায় তেমন সাড়া দেননি সন্ধ্যা মুখোপাধ্যায়। তবে হাসপাতালে ভরতির পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। বরং সংকটজনক হলেও স্থিতিশীল ছিলেন শিল্পী। ফেব্রুয়ারি মাসের গোড়া থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি চোখে পড়ে চিকিৎসকদের। তবে তখনও অস্ত্রোপচারের মতো অবস্থা নেই বলেই জানিয়ে দেওয়া হয়। 

Sandhya Mukherjee

পরে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেই ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফিমার বোনের অস্ত্রোপচার করেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা। শুক্রবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, অস্ত্রোপচারের পর ভাল আছেন শিল্পী। রাইলস টিউব ছাড়াই খাবার খাচ্ছেন তিনি। গীতশ্রীর হৃদযন্ত্র এবং ফুসফুসের অবস্থা আগের থেকে ভাল বলেই জানা গিয়েছে । সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই চিন্তিত অনুরাগীরা। শিল্পীর আরোগ্য কামনায় প্রার্থনা করে চলেছেন ভক্তরা। 

[আরও পড়ুন: ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯ও হবে’, পুরভোটের আগে তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূলের যুবনেতা দেবাংশুর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement