Advertisement
Advertisement
Animal

সোশাল মিডিয়ায় ভাইরাল ববি দেওলের ‘জামাল কুদু’, ‘অ্যানিম্যাল’ ছবির এই গানের অর্থ জানেন?

সোশাল মিডিয়ায় একের পর এক রিল তৈরি হচ্ছে এই গান দিয়েই।

Meaning of Jamal Jamaloo Kudu song from Animal movie| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 12, 2023 3:46 pm
  • Updated:December 12, 2023 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় একের পর এক রিল। আর সেই রিলে একটাই গান, ‘জামাল জামালো কুদু’! হ্যাঁ, ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের এই এন্ট্রি সং এখন ভাইরাল। তা এই গানের অর্থ জানেন?

[আরও পড়ুন: ‘পাঠান’, ‘জওয়ান’-এর সাফল্যে ‘দেবীর হাত’! এবার ‘ডাঙ্কি’র জন্য বৈষ্ণদেবীতে শাহরুখ]

এই গান ইরানের এক জনপ্রিয় গান। মূলত, বিয়ের অনুষ্ঠানেই এই গান গাওয়া হয়। এই গানটি প্রথম ১৯৫০ সালে খারাজেমি গার্লস হাই স্কুলের শিরাজি গায়ক গেয়েছিলেন। এই গানটি ইরানি কবি বিজান স্মান্দারের লেখা। জামাল জামালো কুদু গানের অর্থ হল, ‘ওই, তোমার কালো চোখের সৌন্দর্যে আমার হৃদয় ভেঙে দিও না। তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছো, আমি মজনুর মতো পাগল যাচ্ছি। এভাবে আমাকে হতাশ কর না। ওহ আমার মিষ্টি ভালোবাসা।’

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল জানিয়েছেন, ”মাথায় মদের গ্লাস নিয়ে নাচের ব্যাপারটা আমাদের বাড়ির পার্টিতে হয়ে থাকে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে নেচেছি।”

[আরও পড়ুন: অনুষ্কার বেবিবাম্প আড়াল করলেন কোহলি! বিরুষ্কার বিবাহবার্ষিকীর ছবি ঘিরে তুঙ্গে জল্পনা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement