Advertisement
Advertisement

Breaking News

Janhvi Kapoor

একই বাড়ির বউমা হচ্ছেন জাহ্নবী কাপুর ও মানুষী চিল্লার? বলিউডে জল্পনা তুঙ্গে!

ফাঁস হওয়া ঘনিষ্ঠ ভিডিও থেকেই জল্পনার সূত্রপাত।

Manushi Chillar, Veer Pahariya in Janhvi Kapoor's Shoot video
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2024 8:32 pm
  • Updated:July 28, 2024 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন স্টারকিড হওয়ার সুবাদে জন্মের পর থেকেই লাইমলাইটে। আরেকজন বিশ্বসুন্দরীর দৌড়ে জিতে ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন। বলিউডে জাহ্নবীর পায়ের তলার মাটি শক্ত হলেও মানুষীর বলিউড কেরিয়ারে হিট-এর সংখ্যা হাতেগোনা! সেই দুই অভিনেত্রী কি একই পরিবারের বউমা হচ্ছেন? বলিউডে কানাঘুষো চর্চা!

শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেম আর রাখঢাক নেই। বিটাউনের হাইপ্রোফাইল থেকে আম্বানিদের রেড কার্পেট সর্বত্র শিখরের হাত ধরে ঘোরেন তিনি। বাবা বনি কাপুরের তরফেও সবুজ সংকেত রয়েছে জাহ্নবী-শিখরের সম্পর্কে। তাঁদের রসায়ন মন কেড়েছে ভক্তদেরও। এদিকে পাহাড়িয়া ব্রাদার্স-এর আরেকজন বীরও কিন্তু বলিউডে কম পরিচিত নন। সম্প্রতি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যে কজন অভিনেতা ২ কোটির হাতঘড়ি উপহার পেয়েছেন, বীর পাহাড়িয়া সেই তালিকায় শাহরুখ, সলমন, রণবীরদের পাশে রয়েছেন। আর সেই বীর পাহাড়িরই নাকি মন গিয়েছে মানুষী চিল্লারের দিকে। ‘ডুবে ডুবে জল খাচ্ছেন’ তাঁরা! আম্বানিদের বিয়েতেও জাহ্নবী-মানুষী একসঙ্গে পারফর্ম করেছেন। যদিও জাহ্নবী-শিখরের মতো তাঁদের রসায়ন এখনও চোখে পড়েনি, তবে সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও সেদিকেই ইঙ্গিত দিল।

Advertisement

[আরও পড়ুন: তৈমুর-জেহকে দেখাশোনার জন্য মাসে ২.৫ লক্ষ! মুখ খুললেন নবাবপুত্রদের ন্যানি]

সমুদ্রবক্ষে জাহ্নবী কাপুর বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবং নিজের ছবি তোলাচ্ছিলেন এক বন্ধুকে দিয়ে। তার নেপথ্যের ভিডিওতেই এককোণে মানুষী চিল্লারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল বীর পাহাড়িয়াকে। অভিনেত্রী বীরের কাঁধে মাথা রেখে গল্প করছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই বলিপাড়ায় নতুন গুঞ্জন, তাহলে কি একই বাড়ির বউমা হচ্ছেন জাহ্নবী কাপুর ও মানুষী চিল্লার? উল্লেখ্য, মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর এবং বীর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmymantra Media (@filmymantramedia)

[আরও পড়ুন: টলিউড সেলেবদের সংসার যেন তাসের ঘর! পরিস্থিতি দেখে ভয় গৌরব-দেবলীনার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement