Advertisement
Advertisement

Breaking News

Manoj Kumar

‘হিন্দি সিনেজগৎ অন্যতম স্তম্ভ হারাল’, মনোজ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

অক্ষয় কুমার থেকে আমির খান শোকপ্রকাশ বলি তারকাদের

Manoj Kumar Death: From Akshay Kumar To Aamir Khan, Karan Johar; B-Town Celebs Mourn
Published by: Manasi Nath
  • Posted:April 4, 2025 3:02 pm
  • Updated:April 4, 2025 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বলিউডে নক্ষত্রপতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা। সংবাদ সংস্থা এএনআইকে প্রয়াত অভিনেতার ছেলে কুনাল গোস্বামী জানিয়েছেন, অভিনেতার অন্ত্যেষ্টি আগামিকাল, শনিবার সম্পন্ন হবে। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু,  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বলিউডের তারকারাও তাঁদের সোশাল মিডিয়া পেজে বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন।

 

বর্ষীয়ান অভিনেতার প্রয়ানে শোকপ্রকাশ করে নিজের সোশাল মিডিয়ায় আমির খান লিখেছেন, ‘মনোজ কুমার শুধুমাত্র একজন অভিনেতা বা পরিচালক ছিলেন না, তিনি নিজেই একজন প্রতিষ্ঠান। তাঁর ছবি দেখে আমি অনেক কিছু শিখছি। তিনি বরাবর সেইসব ছবিতেই কাজ করেছেন যেখানে সামাজিকবার্তা দেওয়ার সুযোগ ছিল। আর সেই কারণেই সাধারণ মানুষের মনে সহজেই জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।’

শোকজ্ঞাপন করে আরেক বলি তারকা অক্ষয় কুমার লিখেছেন, ‘দেশের জন্য ভালোবাসা,গর্ব অনুভব করা এসবই আমি তাঁর ছবি দেখে শিখেছি। আমাদের মত অভিনেতারা যদি নিজেদের ছবিতে দেশাত্মবোধের কথা না বলি তাহলে কারা বলবে? তিনি যে শধু সিনেমাজগতের একজন মহীরূহ ছিলেন তাই নয় ব্যক্তি হিসাবেই অসাধারণ ছিলেন। তাঁর প্রয়াণে আমি মর্মাহত।’

 

বলিউড তারকা অজয় দেবগণ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করে পুরোন স্মৃতি স্মরণ করেছন। নিজের সোশাল মিডিয়া পেজে অভিনেতা সেই কথাই লিখেছেন।’ মনোজ কুমার শুধুমাত্র একজন সিনেমাটিক আইকন ছিলেন তাই নয়, তিনি ব্যক্তিগত ভাবে আমাদের পরিবারের অন্যতম স্তম্ভ ছিলনে। আমার বাবা বীরু দেবগণকে তিনিই প্রথম একজন অ্যাকশন ডিরেক্টর হিসাবে ‘রোটি কাপড়া অউর মকান’ ছবিতে কাজের সুযোগ দেন। সেই থেকে ‘ক্রান্তি’ পর্যন্ত তাঁর সঙ্গে বাবা টানা কাজ করে গিয়েছেন। তাঁর ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ‘শোর’, ‘ক্রান্তি’র মতো ছবিগুলোকে শুধুমাত্র ছবি বলা যায় না। এগুলো এক একটা আবেগ, দেশাত্মবোধের আবেগ। তাঁর ছবির মাধ্যমে যে দেশাত্মবোধের আবেগ প্রকাশিত হয়েছে সেগুলো চলচ্চিত্রের ইতিহাসে মাইলস্টোল হয়ে থাকবে। সিনেমা জগত ভারত কুমারের মতো দেশপ্রেমী, গল্পবলিয়ে অভিনেতা,চিত্র পরিচালকের অবদান চিরকাল স্মরণ করবে। তিনি তাঁর কাজের মধ্যে দিয়েই আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন।’

 

শোকজ্ঞাপন করে বলিউডের নির্মাতা-নির্দেশক করণ জোহর তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘মনোজ কুমারের প্রয়াণ আজ আমাকে ছেলেবেলায় স্মৃতি মনে করাল। একবার ছেলেবেলায় বলিপাড়্রার নামিদামী তারকার ছেলেমেয়েদের সঙ্গে আমি ‘ক্রান্তি’ দেখার সুযোগ পেয়েছিলাম। একটি ফ্লোরের বন্ধ ঘরে ৪ ঘণ্টার আনকাট ভার্সন দেখানো হয়েছিল। আমরা মাটিতে বসে সেই ছবি দেখেছিলাম। মনোজজি বরাবর তাঁর ছবি মুক্তির আগে এভাবে পরিচিত গণ্ডির মধ্যে ছবি দেখিয়ে মতামত জানতে চাইতেন। দর্শকরা ছবিটা পছন্দ করবেন কিনা তা নিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করতেন। আমার দেখা ক্রান্তি বক্স অফিসে ইতিহাস গড়েছিল।’

মনোজ বাজপেয়ী নিজের সোশাল মিডিয়া পেজে শোকবার্তা দিয়ে লিখেছেন, ‘হিন্দি সিনেমার স্তম্ভ মনোজ কুমার সাহেবকে আমরা হারালাম। তিনি যেভাবে দেশপ্রেমকে নিজের ছবিতে হৃদয় দিয়ে অনুভব করেছেন তা আমার মতে আর কেউ করেননি। অভিনেতার প্রয়াণে তাঁর পরিবারকে জানাই আমার আন্তরিক বেদনা। আমি চিরকাল তাঁর অনুরাগী থাকব।’

নিজের শোকবার্তায় প্রয়াত অভিনেতাকে স্মরণ করে ফারহান আখতার লিখেছেন, ‘ওহ কৌন থি’, ‘গুমনাম’, ‘উপকার’,’ক্রান্তি’… তাঁর সফল ছবির তালিকা বলে শেষ করা যাবে না। নিজের কাজ ও অভিনয়ের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য মনোজ কুমারকে অসংখ্য ধন্যবাদ।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

সলমন খান শোক প্রকাশ করে নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন,’মনোজ কুমারজি একজন সত্যিকারের কিংবদন্তী ছিলেন। যেসব অবিস্মরণীয় সিনেমা ও ভালোলাগার স্মৃতি তিনি আমাদের উপহার দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।’ এভাবেই প্রয়াত বর্ষীয়ান অভিনেতার প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেছেন অভিনেতা।

 

অনুপম খের প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিওবার্তায় বলেছেন,’আমার জীবনে মনোজ কুমারের অবদান চিরস্মরণীয়। তাঁর ‘উপকার’ ছবিটি আমি প্রথম দেখেছিলাম। এরপর ‘শহীদ’ দেখে চোখে জল এসেছিল। আমার বিশ্বাস আমাদের প্রজন্মকে দেশভক্তি শিখিয়েছেন তিনিই।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement