সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা মুখে কালি। বিস্ফোরিত চোখ। কপালে লাল সিঁদুরের টিপ। হাতে ধারালো অস্ত্র। যেন সাক্ষাৎ মঞ্জুলিকা! তাও আবার বলিউডের ‘শাহনেশা’ অমিতাভ বচ্চনের বাড়ির সামনে। এমনই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অমিতাভ বচ্চনের বাড়ির সামনে ভক্তদের ভিড় লেগেই থাকে। সকলের একটাই আশা, যদি দীর্ঘদেহি মানুষটার দর্শন পাওয়া যায়। ভক্তদের নিরাশ করেন না বিগ বি(Amitabh Bachchan)। যখনই সময় পান জলসার সামনে অনুরাগীদের সঙ্গে দেখা দেন তিনি। কিন্তু আচমকা ‘মঞ্জুলিকা’র আগমনে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়।
শোনা গিয়েছে, ভক্তদের ভিড়ের মাঝেই হাজির হন এই ‘মঞ্জুলিকা’। কে তিনি? কী তাঁর পরিচয়? কেনইবা এমনভাবে অমিতাভের জলসার সামনে গিয়ে রুদ্ররূপ ধারণ করেছিলেন? প্রশ্নের উত্তর জানা যায়নি। তবে শোনা যায়, মহিলার এমন রূপ দেখে সেখানে উপস্থিত লোকজন বেশ হকচকিয়ে গিয়েছিলেন। অল্প সময়ের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তৎপর হন। পরিস্থিতি সামাল দেন তাঁরা।
View this post on Instagram
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। বলা ভালো, বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন এই ছবিতে বিদ্যার পাশাপাশি দেখা যাবে মাধুরী দীক্ষিতকেও। কিন্তু সিনেমার পর্দায় এবারে মঞ্জুলিকা কে? তা জানা যাবে পয়লা মে। সেদিনই মুক্তি পাচ্ছে ছবিটি। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়া এবং কাঞ্চন মল্লিক।
MANJU!! I’m coming for you 🤙🏻👻 #RoohBabaVsManjulika This Diwali 🔥
Get ready for an epic face-off !! #BhoolBhulaiyaa3 🔥
#YeDiwaliBhoolBhulaiyaaVaali https://t.co/DC2lCTTlRF@BazmeeAnees @MadhuriDixit @vidya_balan @tripti_dimri23 #BhushanKumar #KrishanKumar @muradKhetani… pic.twitter.com/eP8eTJdz9Y— Kartik Aaryan (@TheAaryanKartik) October 9, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.