Advertisement
Advertisement
Mandira Bedi

দুঃস্বপ্ন! মুম্বই বিমানবন্দরে চূড়ান্ত বিশৃঙ্খলা, হয়রানির শিকার হয়ে ক্ষুব্ধ মন্দিরা বেদী

বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। কী বললেন?

Mandira Bedi slams Mumbai airport officials for deserting passengers | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 5, 2023 12:54 pm
  • Updated:July 5, 2023 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন মন্দিরা বেদী। সপ্তাহ দুয়েক ধরে তিন তিনটি দেশে ঘুরে মুম্বই বিমানবন্দরে পা রাখতেই চূড়ান্ত হয়রানির শিকার হতে হল অভিনেত্রী, সঞ্চালিকাকে।

যে মুম্বই বিমানবন্দরে কিনা নিত্যদিন কড়া নিরাপত্তা বেষ্টনীতে সেলেবদের আনাগোনা, সেখানেই কিনা চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলা! হয়রানির শিকার হয়ে ভয়ংকর ক্ষুব্ধ মন্দিরা। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। বিমানবন্দরের পরিস্থিতি দুঃস্বপ্নের থেকে কোনও অংশে কম নয়।

Advertisement

ঠিক কী ঘটেছে? ব্যাগ, মালপত্তর খুঁজে পাওয়া তো দূরঅস্ত! কখন কোন বিমান আসছে-যাচ্ছে, অফিশিয়ালি কোনও ঘোষণাও করা হচ্ছে না কর্তৃপক্ষের তরফে। ফলে যাত্রীরা অসহায় হয়ে পড়েছে। অভিনেত্রীর একটা ব্যাগ একদিকে তো আরও কিছু লাগেজ অন্য আরেক জায়গা থেকে উদ্ধার হয়। ব্যক্তিগত ইনস্টাস্টোরিতে মন্দিরা লেখেন, “২ সপ্তাহ ধরে ৩টি দেশে কাটিয়ে ৬টি বিমানবন্দর ঘুরে যখন শেষমেশ মুম্বই বিমানবন্দরে নামলাম, এযেন দুঃস্বপ্ন। স্ক্রিনে একটা বিমানের নাম, তথ্য কিচ্ছু দেখানো হচ্ছে না। এমনকী, কনভেয়ার বেল্টেও না। চূড়ান্ত বিশৃঙ্খলা। যাত্রীরা বুঝতেই পারছে না, কোনদিকে যাবেন! লাগেজ নিতে গিয়ে বেল্টের কাছে দাঁড়িয়েই রয়েছেন। প্রায় ১ ঘণ্টা পরে নিজেদের ব্যাগ খুঁজে পাই আমরা। তবে একেকটা একেক জায়গায় ছিল, যেখানে একসঙ্গে থাকার কথা। ঘরে ফেরাটা কী দারুণ!”

[আরও পড়ুন: সত্যিই কি শাহরুখের অস্ত্রোপচার হয়েছে? মুম্বই বিমানবন্দরে বাদশার ভিডিও দেখেই উঠছে প্রশ্ন]

প্রসঙ্গত, স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর থেকে একাই সংসার সামলাচ্ছেন মন্দিরা বেদী। ২০২১ সালে ৩০ জুন মারা যান রাজ। তারা এবং বীর দুই সন্তানকে আগলে রেখেছেন অভিনেত্রী। খানিক বিরতির পর কাজের ময়দানেও ফিরেছেন মন্দিরা। দিন কয়েক আগেই স্বামীর মৃত্যুবার্ষিকীতে অভিনেত্রী জানান, “রাজকে খুব মিস করি।” এবার মায়ানগরীতে ফিরেই বিমানবন্দরে হয়রানির শিকার হয়ে ক্ষোভ উগড়ে দিলেন মন্দিরা বেদী।

[আরও পড়ুন: “আহা! অবিকল অমিতাভ-মৌসুমী”, ‘রিমঝিম গিরে সাওন’ গানের স্মৃতি ফেরালেন বৃদ্ধ দম্পতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement