Advertisement
Advertisement

Breaking News

Debasish Mondal

‘মন্দার’ দেবাশিসের বড় ব্রেক, এবার নুসরত ও যশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা

ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবির গল্প।

Mandaar Fame Debasish Mondal To appear with Nusrat Jahan and Yash Dasgupta | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 16, 2021 9:46 pm
  • Updated:December 16, 2021 10:04 pm  

আকাশ মিশ্র: সিরিজের পর এবার সিনেমা। টলিউডে বড় ব্রেক পেলেন ‘মন্দার’ (Mandaar) খ্যাত অভিনেতা দেবাশিস মণ্ডল (Debasish Mondal)। পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’তে নুসরত জাহান ও যশ দাশগুপ্তর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করতে চলেছেন দেবাশিস।

Debasish Mondal

Advertisement

খবর পাওয়া মাত্রই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে দেবাশিসকে ফোনে ধরা হলে তিনি জানান, ‘ঠিকই শুনেছেন। শিলাদিত্য মৌলিকের এই ছবির জন্য় অফার পেয়েছি। ছবিতে যশ ও নুসরতের বন্ধুর চরিত্রে অভিনয় করব। আপাতত এর থেকে বেশি বলা বারণ।’ নতুন ছবি নিয়েও অল্প স্বল্প কথাবার্তা চলছিল। এসবের মাঝেই শিলাদিত্যর নতুন ছবিতে সুযোগ পেয়ে চমক দিলেন দেবাশিস। অভিনেতা জানালেন, ‘চিত্রনাট্য পড়েছি। ছাত্র রাজনীতি নিয়ে ছবি। আমার চরিত্রটা বেশ ইন্টারেস্টিং!’

Actor Debasish Mondal

[আরও পড়ুন: বড়পর্দায় ডা. বিধানচন্দ্র রায়ের চরিত্রে অভিনয় করছেন? প্রশ্নের উত্তর দিলেন অনির্বাণ ভট্টাচার্য]

পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ‘মন্দার’ সিরিজ মুক্তির পর থেকেই নাম ভূমিকায় দেবাশিসের অভিনয় দেখে টলিপাড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সিনেপ্রেমী মানুষেরা মনে করছেন, বহুদিন বাদে দারুণ এক অভিনেতা পেয়ে গেল টলিউড। এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে একান্ত সাক্ষাৎকারে দেবাশিস জানান, ‘মন্দার’ সিরিজে তাঁর কাজ দেখে টলিউডের নামকরা অভিনেতা, পরিচালকরা ব্যক্তিগতভাবে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, খোদ অনিবার্ণ ভট্টাচার্যও, দেবাশিসের অভিনয়ের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘দেবাশিসের সঙ্গে আমার আলাপ পিয়ালদা, রাজাদার কথাকলি’র ওয়ার্কশপে। তারপর যমুনা,গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে,তাই আমরা, জল গড়িয়ে যেখানে যায় সেই সমুদ্রের কিনারে কাজে মিলিত হলাম কুটিআট্টম, কালারিপায়াট্টু, কাবুকি, বাচিক, সবমিলিয়ে দেবাশিস দানবের মত।’

Actor Debasish

শিলাদিত্যর এই ছবির গল্প এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। যার সাক্ষী মাস্টারমশাই। এরকমই এক গল্পে পরিচালক নিয়ে এসেছেন সম্পর্কের জটিলতা ও ত্রিকোণ প্রেম। টলিউড অভিনেত্রী এনা সাহার প্রযোজনা সংস্থাই তৈরি করছে এই ছবি। জানা গিয়েছে, এই ছবির শুটিং হবে কলকাতা ও পুরুলিয়ায় ।

[আরও পড়ুন: ‘আমাকে ভেবেই অনির্বাণ চিত্রনাট্য লিখেছে’, একান্ত সাক্ষাৎকারে ‘মন্দার’ দেবাশিস মণ্ডল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement