Advertisement
Advertisement

Breaking News

Manav Kaul

বাংলা ছবিতে কাজ করতে চান না মানব কল! কলকাতায় এসে কেন বললেন একথা?

নিজের নাটকের শোয়ের জন্যই কলকাতা এসেছেন অভিনেতা।

Manav Kaul reportedly said this about working in Bengali movie, here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:December 14, 2024 8:11 pm
  • Updated:December 14, 2024 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় এসেছেন। নিজের নাটক নিয়ে বক্তব্য রেখেছেন। তা মঞ্চস্থও হবে এই শহরে। অথচ বাংলা সিনেমায় অভিনয় করতে রাজি নন বলিউডের ‘সিএ টপার’ মানব কল! অভিনেতা নিজমুখে একথা জানালেন সাংবাদিকদের। তাও আবার তিলোত্তমার এক কালচারাল সেন্টারে বসে।

Manav-Kaul-2

Advertisement

যে বাংলার সিনেম্যাটিক ঐতিহ্য সারা বিশ্বে সেখানে কেন অভিনয় করতে চান না মানব? সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, তিনি বাংলা ভাষাই তো জানেন না। তাই তাঁর পক্ষে বাংলা সিনেমায় অভিনয় করা সম্ভব নয়। তবে যদি অবাঙালি কোনও চরিত্র হয় তাহলে সেই কাজটি অবশ্যই করতে পারবেন। মানব মনে করেন, বাংলা না জেনে বাঙালি সেজে অভিনয় করা বাংলা ভাষার অসম্মান। আর এই কাজটি তিনি করতে নারাজ।

জম্মু-কাশ্মীরের বারামুল্লায় জন্ম মানবের। কাশ্মীরি পণ্ডিত পরিবারের সন্তান তিনি। কিশোর বয়সে খুব ভালো সাঁতার কাটতেন। রাজ্য তথা জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। সাঁতারে প্রায় ১৪টি জাতীয় স্তরের প্রতিযোগিতা জয়ের মেডেল রয়েছে মানবের কাছে। সিনেমার থেকেও মঞ্চ ও লেখালেখিতে বেশি সাবলীল মানব।

২০০৪ সালে নিজের থিয়েটার গ্রুপ ‘অরণ্য’ প্রতিষ্ঠিত করেন মানব। ‘ইলহাম’, ‘পার্ক’, ‘শক্কর কে পাঁচ দানে’র মতো নাটক রয়েছে তাঁর। রবিবার কলকাতায় মঞ্চস্থ হবে মানবের নাটক ‘ত্রাসাদি’। নিজের লেখা ছোটগল্প ‘মা’ থেকে নাটকটি তৈরি করেছেন তারকা। আর সেখানে তিনি এক নিরীশ্বরবাদী মায়ের গল্প বলেছেন। বলিউডে প্রচুর কাজ করেননি মানব। তবে ‘তুমহারি সুল্লু’, ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়?’, ‘বদলা’, ‘থাপ্পড়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে ‘ত্রিভুবন মিশ্র সিএ টপার’ ওয়েব সিরিজে মানবের অভিনয় তুমুল প্রশংসা পেয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement