সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বক্স অফিসের তুমুল সাফল্য, অন্যদিকে মৃত্যুর অভিশাপ। ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই ফের এক মৃত্যুর খবর। এবার অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার সিনেমা চলাকালীন ৩৫ বছরের যুবকের দেহ উদ্ধার হল। আর তা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মদানাপ্পা। তিনি পেশায় শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা। চার সন্তানের মদানাপ্পা। পুলিশ সূত্রে খবর, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় মদানাপ্পা মদ্যপ অবস্থায় ছিলেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আল্লু অর্জুনের সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে ভিতরেও মদ্যপান করেন মদানাপ্পা। কিন্তু কীভাবে এবং কখন তাঁর মৃত্যু হয়েছে, তা আন্দাজ করা মুশকিল। কারণ, সন্ধ্যা ছটা নাগাদ সাফাইকর্মীরা যখন হল পরিষ্কার করতে যান তখন তাঁরা ৩৫ বছরের শ্রমিকের নিথর দেহ দেখতে পান। আপাতত, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ। তা এলেই মদানাপ্পার মৃত্যুর কারণ ও সময় জানা যাবে।
ইতিমধ্যেই সারা বিশ্বে আটশো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। ছবির প্রিমিয়ারে তুলকালাম কাণ্ড হয়েছিল। তার জেরেই ৩৯ বছর বয়সি মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হয় মহিলার ৯ বছরের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মহিলা অনুরাগীর মৃত্যুর খবর কানে যেতে শোকপ্রকাশ করেন আল্লু অর্জুন। জানা গিয়েছে, অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন দক্ষিণী তারকা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন ‘পুষ্পা’।
BIGGEST INDIAN FILM is the BIGGEST WILDFIRE AT THE BOX OFFICE 💥💥#Pushpa2TheRule becomes the FASTEST INDIAN FILM to cross 800 CRORES Gross worldwide with a 4 day collection of 829 CRORES ❤🔥
RULING IN CINEMAS.
Book your tickets now!
🎟️ https://t.co/eJusnmNS6Y#Pushpa2… pic.twitter.com/aGgoUrOy92— Pushpa (@PushpaMovie) December 9, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.