Advertisement
Advertisement
বাঘিনী

‘পিএম নরেন্দ্র মোদি’র পর ‘বাঘিনী’, ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা কমিশনের

কী প্রতিক্রিয়া প্রযোজকের?

Mamata Banerjee's biopic 'Baghini' not to release after election
Published by: Sayani Sen
  • Posted:May 2, 2019 8:40 pm
  • Updated:May 2, 2019 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:পিএম নরেন্দ্র মোদি’র পর এবার ‘বাঘিনী’৷ ফের ছবি মুক্তি নিয়ে মাথাচাড়া দিল বিতর্ক৷ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আগামী ১৯ মে-র আগে মুক্তি পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক৷ এই সিদ্ধান্তে রীতিমতো বিরক্ত প্রযোজক পিংকি পাল৷ তবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত টিম ‘বাঘিনী’ মানবে বলেই জানিয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: ছবি এঁকে প্রাপ্তি সত্যজিতের সই, পরিচালকের জন্মদিনে স্মৃতিমেদুর অনীক]

নাম শুনে যদিও ‘বাঘিনী’র বিষয়বস্তু বোঝা খুব একটা সোজা নয়৷ তবে ট্রেলারে স্পষ্ট কার কথা ভেবে ছবি তৈরি করেছেন নির্মাতারা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরু থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা পর্যন্ত নানা ঘটনাই দেখানো হয়েছে ‘বাঘিনী’র ট্রেলারে৷ তাতে রয়েছে সিঙ্গুর-নন্দীগ্রামের মতো সাড়া জাগানো আন্দোলন৷ আবার তেমনই দেখানো হয়েছে মমতার মহাকরণের সামনে আক্রান্ত হওয়ার ঘটনাও৷ ট্রেলার মুক্তির পর এই ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বলেই দাবি করে বিরোধী বিজেপি এবং সিপিএম নেতৃত্ব৷ ছবির ট্রেলারে যাই দেখানো হোক না কেন, ‘বাঘিনী’কে মুখ্যমন্ত্রীর বায়োপিক বলে মানতে নারাজ নির্মাতারা৷ বাধ্য হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিরোধীরা৷ সমস্ত দিক খতিয়ে দেখে ছবির ট্রেলারের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন৷

Advertisement

[ আরও পড়ুন: অ্যাকশন-রোমাঞ্চে ভরপুর ‘ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড’ ট্রেলার, অনন্য অর্জুন]

ট্রেলার নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তড়িঘড়ি ছবি মুক্তির সিদ্ধান্ত নেয় টিম ‘বাঘিনী৷ তবে সেই সিদ্ধান্তেও জল ঢালল নির্বাচন কমিশন৷ আপাতত ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি সম্ভব নয় বলেই চিঠি দিয়ে প্রযোজক পিংকি পালকে জানাল কমিশন৷ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে মোটেও ভাল চোখে দেখছেন না প্রযোজক৷ তাঁর দাবি, ছবিটি মোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়৷ তা সত্ত্বেও কমিশনের সিদ্ধান্ত তিনি পালন করবেন বলেও জানিয়েছেন পিংকি৷ উল্লেখ্য,  নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এখনও মুক্তি পায়নি ‘পিএম নরেন্দ্র মোদি’৷ সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ‘বাঘিনী’র ক্ষেত্রেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement