Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘নিমফুলের মধু’ থেকে ‘জগদ্ধাত্রী’, টেলি সম্মান অনুষ্ঠানে প্রিয় ধারাবাহিকের তালিকা দিলেন মুখ্যমন্ত্রী

কারা পেলেন সেরার শিরোপা? রইল তালিকা।

Mamata Banerjee Shares her favourite Serial List| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 24, 2023 9:24 pm
  • Updated:August 24, 2023 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার তারকাদের পাশাপাশি টেলি তারকাদেরও সমান ভালবাসেন, সমান সম্মান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কেননা, সিনেমা দেখার তেমন সুযোগ না হলেও, ধারাবাহিকে কিন্তু নিয়মিত চোখ রাখেন তিনি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রিয় ধারাবাহিক নিয়ে নানা কথা বলে গেলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের শিল্পীদের এত গুণ, যে আমার বিশ্বাস খুব তাড়াতাড়িই আমাদের শিল্পীরা মুম্বইয়ের মতো বড় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেবে। আমাদের গর্ব এই শিল্পীরা।’ এখানেই শেষ নয়। এরপরেই নিজের পছন্দের ধারাবাহিক নিয়ে কথা বলতে শুরু করেন মমতা। তাঁর কথায়, ‘বাংলা মিডিয়াম থেকে ইষ্টি কুটুম সবই দেখি। অনুরাগের ছোঁয়ায় ওই ছোট্ট দুটি মেয়ে কী মিষ্টি করে কথা বলে। জগদ্ধাত্রী, নিমফুলের মধু, রামপ্রসাদ সব ধারাবাহিকই দেখার মতো।’

Advertisement

মুখ্যমন্ত্রী মজার ছলে বলেন, ধারবাহিকে আর একটা জিনিস তো আছেই। একজনের তিনটে বিয়ে হচ্ছে। আমি দেখলেই বুঝতে পারি, যে কী হতে চলেছে।’

[আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী আলিয়া-কৃতী স্যানন, তালিকায় ‘পুষ্পা’রাজ আল্লু অর্জুনের]

দেখে নিন টেলি সম্মানে সেরার তালিকা-

সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল- অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী

সেরা অভিনেতা- দিব্যজ্যোতি দত্ত

সেরা অভিনেত্রী- অঙ্কিতা মল্লিক

সেরা পরিবার- অনুরাগের ছোঁয়া, নিম ফুলর মধু এবং গাঁটছড়া

সেরা জুটি- সূর্য-দীপা (অনুরাগের ছোঁয়া) এবং বিক্রম-ইন্দিরা (বাংলা মিডিয়াম)

সেরা বয়স্ক জুটি– মিঠু চক্রবর্তী ও অনিন্দ্য সরকার

সেরা প্রযোজক- ম্যাজিক মোমেন্টস (লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং টেন্ট (সুশান্ত দাস)

সেরা বউমা- স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়া)

প্রিয় ছেলে- গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়া) রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেল)

সেরা শাশুড়ি – রূপাঞ্জনা মিত্র (অনুরাগের ছোঁয়া)

সেরা মা- জুন মালিয়া (গাঁটছড়া)

সেরা বোন ও ভাই- অনুষ্কা (গাঁটছড়া) প্রারব্ধি (অনুরাগের ছোঁয়া)

বিশেষ পুরষ্কার- তৃণা সাহা (বালিঝড়)

সেরা খল-নায়ক- অনিন্দ্য চক্রবর্তী (খেলনা বাড়ি) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (গাঁটছড়া)

সেরা খল-নায়িকা- চান্দ্রেয়ী ঘোষ (গৌরী এল), রশ্মি ভট্টাচার্য (গোধূলি আলাপ), প্রিয়া পাল (জগদ্ধাত্রী), অহনা দত্ত (অনুরাগের ছোঁয়া)

আজীবন অবদানের স্বীকৃতি- সুমন্ত মুখোপাধ্যায়

‘সেরা অভিনয়’ (বিশেষ সম্মান)- কৌশিক সেন (গোধূলি আলাপ)

মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- ঐন্দ্রিলা শর্মা

অনুপ্রেরণা মূলক চরিত্র- সব্যসাচী চৌধুরী (রামপ্রসাদ) তিয়াসা লেপচা (বাংলা মিডিয়াম)

পাদ প্রদীপের তলায় (বিশেষ সম্মান)- নিমাই ঘোষ

[আরও পড়ুন: করোনা আবহ ও বাঙালি পরিবারের সংকট নিয়ে ছবি, জাতীয় পুরস্কারে বাংলার সেরা ‘কালকক্ষ’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement