Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee bans The Kerala Story

The Kerala Story: ‘ছবিতে বিকৃত তথ্য, ঘৃণার প্রচার করব না’, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধের নির্দেশ মমতার

Mamata Banerjee : আর কী বললেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee bans 'The Kerala Story' in West Bengal | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 8, 2023 4:58 pm
  • Updated:May 8, 2023 9:21 pm  

গৌতম ব্রহ্ম: পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবি বক্স অফিসে ভালই ব্যবসা করছে। তবে ভাল ব্য়বসার সঙ্গে সঙ্গে বিতর্কও কিন্তু পিছু ছাড়ছে না এই ছবির। একদিকে প্রধানমন্ত্রী এই ছবির প্রশংসায় পঞ্চমুখ, তো অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) এই ছবিকে বিকৃত তথ্যে ভরা ছবি বলে সম্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতার কথায়, কেরলের মানুষদের অসম্মান করে এই ছবি।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্য়ই তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে। ”

Advertisement

[আরও পড়ুন: কুন্তলের চিঠিতে অভিষেকের নাম, তদন্তে TMC সাংসদকে সহযোগিতার পরামর্শ হাই কোর্টের]

এদিন মমতা আরও বলেন, ”সম্প্রতি বিজেপির দ্বারা মনোনিত হওয়া কিছু তারকা, তাঁরা বাংলায় এসেছিল কিছু বিকৃত গল্প নিয়ে। তাঁরা নাকি একটি সিনেমা তৈরি করছে বেঙ্গল ফাইলস নামে। তাঁরা তো কাশ্মীরী মানুষকে অসম্মান করার জন্য কাশ্মীর ফাইলস তৈরি করেছিল। সাধারণ মানুষদের দোষ কোথায়? এখন তাঁরা কেরালাকে অসম্মান করছে। এবার তাঁরা নিজেদের ন্যারেটিভ দিয়ে বাংলাকে অসম্মান করবে। কানে এসেছে তাঁরা নাকি কিছু পোস্টার তৈরি করেছে বাংলাকে বাঁচাও লিখে। কী হয়েছে বাংলার? শান্তিপূর্ণ একটা রাজ্য এই বাংলা। বিজেপি কেন এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করছে! আগে তো এসব কোনওদিনই ঘটেনি এই বাংলাতে। আমরা তো সবাই একসঙ্গেই সুন্দরভাবে রয়েছি।”

রাজ্যের কোন কোন সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) চলছে তাঁর খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যসচিবকে একটা তালিকাও তৈরি করতে বলেন। মুখ্যসচীবকে এই ছবি নিষিদ্ধ করার কথাও বলেন। মমতা জানান, ‘এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে। ‘ রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক এটাই চান মুখ্যমন্ত্রী। এই কারণেই এরকম সিদ্ধান্ত।   

[আরও পড়ুন: রবীন্দ্রজয়ন্তীতে ফের একমঞ্চে বঙ্গ বিজেপি নেতৃত্ব, ‘খোলা হাওয়া’র অনুষ্ঠানে শুভেন্দু-সুকান্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement