Advertisement
Advertisement

Breaking News

নুসরত জাহান

পর্দায় প্রত্যাবর্তন, ‘অসুর’-এর জন্য সাংসদ নুসরতকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী থেকে মেয়রের

'বোনু' মিমিকে মিস করে কী বললেন নুসরত?

Mamata Banerjee congratulates Nusrat Jahan for 'Asur'
Published by: Sandipta Bhanja
  • Posted:January 4, 2020 1:47 pm
  • Updated:January 4, 2020 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মানুষ ভেবেছিল নুসরত জাহান শুধুমাত্র রাজনীতিটাই করবে। তা কিন্তু একেবারেই নয়! পর্দায় ফেরার জন্য অনেকদিন থেকেই আমি একটা চ্যালেঞ্জিং চরিত্র খুঁজছিলাম। পাভেলকে অসংখ্য ধন্যবাদ ‘অসুর’-এ সেই সুযোগটা করে দেওয়ার জন্য,” বিয়ের পর প্রথম ছবি প্রসঙ্গে এমনটাই বললেন তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। যে ছবির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম থেকে সতীর্থ সাংসদ মিমি চক্রবর্তী, দীপক অধিকারী (দেব)-সহ দলের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ নুসরতকে।

বিয়ের পর প্রথম ছবি। তাই বেজায় উচ্ছ্বসিত তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। পরিচালক পাভেলের হাত ধরে পর্দায় প্রত্যাবর্তন। অতঃপর রাজনীতি এবং অভিনেত্রী- এই দুটো সত্ত্বাই সামলাতে হচ্ছে বর্তমানে নুসরত জাহানকে। গত লোকসভা নির্বাচনে প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকেই রাজনীতির ময়দানে বেজায় ব্যস্ত অভিনেত্রী। বিজেপি প্রতিদ্বন্দীকে বিপুল ভোটে হারিয়ে তিনি এখন বসিরহাটের সাংসদও। সংসদীয় এলাকার খোঁজ নেওয়া, অফিস সামলানো, সাংসদ হওয়ার সুবাদে দিল্লিতে যাওয়া, তার উপর মাস খানেক আগেই সাত পাকে বাঁধা পড়েছেন নিখিল জৈনের সঙ্গে। সংসার-রাজনীতি নিয়ে এককথায় বেজায় ব্যস্ত তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘গাল্লি বয়’ বাদ গেলেও অস্কার দৌড়ে আশা জাগাচ্ছে নীনা গুপ্তার ‘দ্য লাস্ট কালার’ ]

রাজনীতির ময়দানে ব্যস্ত থাকার কারণে শুটিং ফ্লোর থেকেও দূরে থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু ‘অসুর’-এ অদিতির চরিত্র পাওয়ার পর আর ‘না’ করতে পারেননি। কারণ, এমন চরিত্রই তো তিনি খুঁজছিলেন। অভিনেত্রী হিসেবে চেনা ছকের বাইরে যেতে চান। হাঁটতে চান চেনা গণ্ডীর বাইরে। আরও নতুন ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করতে চান নুসরত। এককথায়, এক্সপেরিমেন্ট করতে চান নিজের অভিনয় সত্ত্বা নিয়ে। কিন্তু তিনি তো এখন সাংসদও, পুরো সময়টা দিতেও পারবেন না অভিনয়ে। তাই বছরে ২টো করে ছবি করার কথা জানিয়েছেন সাংসদ নুসরত জাহান। “বছরে দুটো ছবি করার পরিকল্পনাই করেছি। কারণ সাংসদ হিসাবে আমার এখন প্রচুর দায়িত্ব রয়েছে। অনেক কাজ করতে হবে।” শুক্রবার প্রিমিয়ারে এমনটাই বললেন অভিনেত্রী। মিমি এই মুহূর্তে লন্ডনে থাকায় উপস্থিত থাকতে পারেননি প্রিমিয়ারে। তাই বান্ধবী নুসরত যে খুব মিস করেছেন মিমিকে, সেকথাও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: মৃত ব্যক্তির ছবি তোলাই যখন পেশা! আসছে শাশ্বত-শ্রাবন্তীর ‘ছবিয়াল’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement