সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি প্রেমিক অতীত। নিজেকে সিঙ্গল ঘোষণা করলেন মল্লিকা শেরওয়াত। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানালেন, ফরাসি ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে তাঁর ব্রেকআপ হয়ে গিয়েছে। সম্পর্ক ভাঙার পর মল্লিকার উপলব্ধি, বর্তমান সময়ে যোগ্য পুরুষের বড় অভাব রয়েছে।
হরিয়ানার এক জাঠ পরিবারে বড় হয়েছেন মল্লিকা। পরিবারের অমতেই বলিউডে এসেছিলেন। তার আগে বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন। সেই সময় দিল্লির পাইলট করণ সিং গিলকে বিয়ে করেছিলেন। পরে ডিভোর্সও হয়ে যায়। বলিউড কেরিয়ারের যাতে ক্ষতি না হয়, এই বিষয়টি বহুদিন গোপন রেখেছিলেন মল্লিকা।
প্রথমে ‘খোয়াইশ’, তার পর ‘মার্ডার’, বলিউডে মল্লিকার শুরুটাই হয়েছিল ‘হট গার্ল’ হিসেবে। তার পর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। হলিউডেও পাড়ি দিয়েছিলেন মল্লিকা। ‘দ্য মিথ’ সিনেমায় জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বলা হয়, মল্লিকার হলিউড সিনেমা ‘পলিটিকস অফ লাভ’-এর আরেথা গুপ্তা চরিত্রটি জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের অনুপ্রেরণায় তৈরি। অবশ্য সেসব এখন অতীত। এখন বলিউডে নতুন করে নিজের কেরিয়ার শুরু করেছেন মল্লিকা। সম্প্রতি ‘ভিকি বিদ্যা কা ভো ওয়ালা ভিডিও’ সিনেমায় দেখা যায় তাঁকে।
View this post on Instagram
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের ব্রেকআপের কথাটি জানান মল্লিকা। নায়িকা বলেন, “এখনকার এই সময়ে এবং এই বয়সে যোগ্য পুরুষ আর কই! তা পাওয়া বড় দুষ্কর। হ্যাঁ, এটা সত্যি যে আমি এখন সিঙ্গল।” ২০১৭ সাল থেকে ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে সম্পর্কে ছিলেন মল্লিকা। আচমকা কেন এই বিচ্ছেদ? কারণ ব্যক্তিগত, তাই তা জানাতে চাননি অভিনেত্রী। তবে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জানান, তিনি বিয়ের পক্ষেও নন, আবার বিপক্ষেও নন। তবে এখন এবিষয়ে বড় উদাসীন তিনি। ভবিষ্যতে ভেবে দেখবেন। বিয়ের জন্য দুটো মানুষের একমত হওয়া প্রয়োজন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.