Advertisement
Advertisement

Breaking News

prithviraj sukumaran

অ্যাকশন দৃশ্যেই ঘটল গন্ডগোল, শুটিং ফ্লোরে গুরুতর আহত দক্ষিণী তারকা পৃথ্বীরাজ

অস্ত্রোপচার করা হবে অভিনেতার।

Malayalam star Prithviraj Sukumaran injured | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 26, 2023 4:49 pm
  • Updated:June 26, 2023 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকমারণ। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন পায়ে, ঘাড়ে গুরুতর আঘাত পান অভিনেতা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনার পরে হাসপাতালে ভরতি করা হয় পৃথ্বীরাজকে। জানা গিয়েছে, কয়েকদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে। অভিনেতার অস্ত্রোপচার করার কথাও জানিয়েছেন চিকিৎসকরা।

মালায়লম ছবি ‘বিলায়ৎ বুডধা’র শুটিংয়েই ব্যস্ত ছিলেন পৃথ্বীরাজ। এই ছবির শুটিংয়েই আহত হন তিনি। আপাতত, শুটিং বন্ধ করা হয়েছে। চিকিৎসকের কথায়, বেশ কয়েক মাস বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।

Advertisement

[আরও পড়ুন: ‘যমজ সন্তানের নাম ‘পাঠান’, ‘জওয়ান’ রাখব’, অন্তঃসত্ত্বা মহিলার প্রস্তাবে কী বললেন শাহরুখ? ]

এই মুহূর্তে পৃথ্বীরাজের হাতে রয়েছে পরিচালক প্রশান্ত নীলের ‘সালর’ এবং বলিউড ছবি ‘বড়ে মিয়া ও ছোটে মিয়া’। এই ছবিতে পৃথ্বীরাজ অভিনয় করবেন টাইগার শ্রফ ও অক্ষয় কুমার। বলিউড ছবিতে পৃথ্বীরাজকে দেখা যাবে খলনায়কের চরিত্রে।

[আরও পড়ুন: ৮৩ বছরে বাবা হয়ে ক্ষিপ্ত আল পাচিনো, প্রেমিকাকে ছাড়তে প্রাক্তনের শরণাপন্ন অভিনেতা!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement