Advertisement
Advertisement

Breaking News

Flight

প্লেনের ভিতর হেনস্তার শিকার অভিনেত্রী দিব্যা প্রভা, বিমান সংস্থার বিরুদ্ধে দায়ের অভিযোগ

মদ্যপ সহযাত্রীকে কড়া শাস্তির দাবি জানালেন অভিনেত্রী।

Malayalam actress Divya Prabha alleges harassment on flight, files complaint| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 11, 2023 2:46 pm
  • Updated:October 11, 2023 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই থেকে কোচি ফেরার পথে প্লেনের ভিতর হেনস্তার শিকার হলেন জনপ্রিয় মালায়লম অভিনেত্রী দিব্য়া প্রভা। অভিনেত্রীর অভিযোগ, বিমানের সহযাত্রী এক যুবক মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

পুরো ঘটনার কথা উল্লেখ করে অভিনেত্রী দিব্য়া সোশাল মিডিয়ায় লিখেছেন, ”এক ব্যক্তি হঠাৎই তাঁর আসনের পাশে এসে বসেন। বসার পর থেকেই আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন ব্যক্তি। অশ্লীল কথাও বলেন। বিমানসেবিকাকেও বলেও কোনও কাজ হয়নি।”

Advertisement

অভিনেত্রী দিব্য়া জানিয়েছেন, কোচি বিমানবন্দরে নেমে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রের সঙ্গে বিমানের টিকিটও জমা দিয়েছেন অভিনেত্রী। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ভবিষ্যতে এরকম যেন কোনও মহিলার সঙ্গেই না ঘটে।

[আরও পড়ুন: ‘জওয়ান’ নিয়ে অভিমানে বলিউড ত্যাগ! নয়নতারার মানভঞ্জন করে বলিউডে ফেরাচ্ছেন কে?]

প্রসঙ্গত, এর আগে উরফি জাভেদের সঙ্গেও এমনটা ঘটেছিল। উরফির অভিযোগ মুম্বই থেকে গোয়া যাওয়ার বিমানে এক মদ্যপ অবস্থায় কয়েকজন বিমানযাত্রী তাঁকে দেখে নোংরা মন্তব্য এবং অঙ্গভঙ্গি করতে থাকেন। সঙ্গে সঙ্গে উরফি প্রতিবাদ করলেও, তাঁর কথা নাকি কানে নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন উরফি। সোশ্য়াল মিডিয়ায় গোটা ঘটনার কথা উল্লেখ করে উরফি লেখেন, ”আমি পাবলিক ফিগার, পাবলিক সম্পত্তি নই।”

[আরও পড়ুন: জন্মদিনের রাতে ভক্তদের দেখা দিলেন অমিতাভ, খালি পায়েই এলেন ‘শাহেনশা’, কেন জানেন? ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement