সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই থেকে কোচি ফেরার পথে প্লেনের ভিতর হেনস্তার শিকার হলেন জনপ্রিয় মালায়লম অভিনেত্রী দিব্য়া প্রভা। অভিনেত্রীর অভিযোগ, বিমানের সহযাত্রী এক যুবক মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
পুরো ঘটনার কথা উল্লেখ করে অভিনেত্রী দিব্য়া সোশাল মিডিয়ায় লিখেছেন, ”এক ব্যক্তি হঠাৎই তাঁর আসনের পাশে এসে বসেন। বসার পর থেকেই আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন ব্যক্তি। অশ্লীল কথাও বলেন। বিমানসেবিকাকেও বলেও কোনও কাজ হয়নি।”
অভিনেত্রী দিব্য়া জানিয়েছেন, কোচি বিমানবন্দরে নেমে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রের সঙ্গে বিমানের টিকিটও জমা দিয়েছেন অভিনেত্রী। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ভবিষ্যতে এরকম যেন কোনও মহিলার সঙ্গেই না ঘটে।
প্রসঙ্গত, এর আগে উরফি জাভেদের সঙ্গেও এমনটা ঘটেছিল। উরফির অভিযোগ মুম্বই থেকে গোয়া যাওয়ার বিমানে এক মদ্যপ অবস্থায় কয়েকজন বিমানযাত্রী তাঁকে দেখে নোংরা মন্তব্য এবং অঙ্গভঙ্গি করতে থাকেন। সঙ্গে সঙ্গে উরফি প্রতিবাদ করলেও, তাঁর কথা নাকি কানে নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন উরফি। সোশ্য়াল মিডিয়ায় গোটা ঘটনার কথা উল্লেখ করে উরফি লেখেন, ”আমি পাবলিক ফিগার, পাবলিক সম্পত্তি নই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.