সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয় নয় করে আট মাসের অন্তঃসত্ত্বা। খুদে সদস্য আসার অপেক্ষায় জীবন যেন আনন্দে ভরে উঠেছিল অভিনেত্রীর। তবে আচমকাই ছন্দপতন! হৃদরোগে আক্রান্ত হয়ে চিরতরে ঘুমের দেশে চলে গেলেন হবু মা। তবে অভিনেত্রীর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছে গর্ভস্থ সন্তান। ঠিক যেন সিনেমার করুণ চিত্রনাট্য!
এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সংশ্লিষ্ট সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা ডক্টর প্রিয়া। বুধবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে তাঁর সন্তান রয়েছেন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। জানা গিয়েছে, গর্ভাবস্থায় প্রতিনিয়ত চিকিৎসকদের পরামর্শ মতোই চলতেন প্রিয়া।
মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা রিশোর সত্য জানিয়েছেন, “খুবই হৃদয় বিদারক ঘটনা। আরেকটা অপ্রত্যাশিত মৃত্যু ইন্ডাস্ট্রিতে। প্রিয়ার বাচ্চা সুস্থ রয়েছে। তবে একমাত্র মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা। প্রিয়ার স্বামীও কান্নাকাটি করছেন। গত ৬ মাস ধরে স্ত্রীকে একমুহূর্তের জন্যও চোকের আড়াল করেননি তিনি। গতরাতে হাসপাতালের ওঁর স্বামীর যে অবস্থা ছিল, সেই দৃশ্য কিছুতেই ভুলতে পারছি না।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.