Advertisement
Advertisement

Breaking News

Aparna Nair

ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা

মৃত্যুর কয়েকঘণ্টা আগে মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট অভিনেত্রীর।

Malayalam Actor Aparna Nair Found Dead At Home| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 1, 2023 1:01 pm
  • Updated:September 1, 2023 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতে ফের দুঃসংবাদ। বৃহস্পতিবার আচমকাই উদ্ধার হল মালায়লম ছবির অভিনেত্রী অপর্ণা নায়ারের মরদেহ। খবর অনুযায়ী, তিরুঅনন্তপুরমে অভিনেত্রী অপর্ণার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। ৩১ বছর বয়সী অপর্ণার অস্বাভাবিক মৃত্যুর খবর হাসপাতালে তরফেই পৌঁছায় পুলিশের কাছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কারামানা পুলিশ। অভিনেত্রীর মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by aparna nair official (@aparna_nair_actress)

Advertisement

পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন অভিনেত্রী অপর্ণা। অভিনেত্রীর স্বামী এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তখন বাড়িতেই ছিলেন তাঁর মা এবং বোন। মৃত্য়ুর কয়েক ঘণ্টা আগেই মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করেছিলেন। সেই পোস্টে মেয়ের প্রতি ভালবাসা উজাড় করে দিয়েছিলেন অপর্ণা। সেই ভিডিওই এখন ভাইরাল।

[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]

‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’-এর মতো অজস্র হিট ছবিতে অভিনয় করেছিলেন অপর্ণা নায়ার। মোহনলালের ‘চন্দ্রমুখী’ ছবিতে পাঞ্চালির চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অপর্ণা।

[আরও পড়ুন: মুম্বই সফরে বড় ঘোষণা মমতার! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন শাহরুখ-সলমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement