Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

অর্জুনকেই বিয়ে! গুঞ্জনে ইতি টেনে নতুন খবর শোনালেন মালাইকা

প্রথমবার বিয়ে নিয়ে মুখ খুললেন মালাইকা।

Malaika Arora talks about her wedding with Arjun Kapoor| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 5, 2023 6:19 pm
  • Updated:April 5, 2023 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর গোপন রাখতে পারলেন না মালাইকা। শেষমেশ প্রকাশ্য়েই বলে ফেললেন অর্জুনের সঙ্গে বিয়ের কথা। তবে স্পষ্ট নয়, বরং হেঁয়ালি করে মালাইকা জানিয়ে দিলেন অর্জুনকেই বিয়ে করছেন তিনি!

গপ্পোটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হলে, মালাইকা স্পষ্ট জানান, ”আমরা পরবর্তী অধ্য়ায়ের জন্য প্রস্তুত।” তবে এর থেকে বেশি আর কিছু বলতে চাননি মালাইকা। অর্জুনের নাম শুনে অবশ্য মুচকি হেসেছে মালাইকা।

Advertisement

[আরও পড়ুন: হিংস্র ইতিহাসের প্রেক্ষাপটে শান্তি ও ভালবাসার গল্প সংসৃতির ‘উড়ন্ত তারাদের ছায়া’ নাটক]

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর (Arjun Kapoor)। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা (Malaika Arora)-অর্জুন (Arjun Kapoor)। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তবে এবার প্রথমবার বিয়ে নিয়ে মুখ খুললেন মালাইকা।

[আরও পড়ুন: ললিত মোদি অতীত, সুস্মিতার জীবনে ফিরে এলেন প্রাক্তন প্রেমিক রোহমন! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement