Advertisement
Advertisement
Malaika Arora

নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় মগ্ন আরবাজ, মালাইকা বলছেন, ‘নেগেটিভিটি দূরে থাক’

অর্জুন কাপুরের সঙ্গেও প্রেমে ভাঙন?

Malaika Arora Shares Post About Distancing From Negativity| Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:December 31, 2023 3:34 pm
  • Updated:December 31, 2023 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিয়ে করেছেন প্রাক্তন স্বামী আরবাজ খান। জীবনের নতুন ইনিংসে ব্যস্ত তিনি। নতুন বউকে নিয়ে তিনি এখন মধুচন্দ্রিমায় মগ্ন। মুম্বই বিমানবন্দরে সুরা খানের হাত ধরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে আরবাজের হাসি যেন কিছু থামছিল না! একদিকে বড়দিনের আগের রাতে প্রাক্তন স্বামীর বিয়ে (Arbaaz Khan Wedding)। অন্যদিকে, এইসময়ে পাশে নেই প্রেমিক অর্জুন কাপুর! আর এসবের মাঝেই নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকতে চাইছেন মালাইকা অরোরা (Malaika Arora)।

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, মালাইকা-অর্জুনের প্রেমে নাকি ভাঙন ধরেছে! প্রেমিকার প্রাক্তন স্বামী আরবাজ যখন বিয়ের পিঁড়িতে, তখন অর্জুন লন্ডনে বোন অনসূলা কাপুরের সঙ্গে দিব্যি ছুটি কাটাচ্ছেন। বছরশেষে যখন সকলে পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, তখন মালাইকা যেন বড় একা! পাশে শুধু ছেলে আরহান। তাই তো ছেলেকে জড়িয়ে ধরে মা মালাইকা লিখেছেন, “আমার একমাত্র সাপোর্ট সিস্টেম।” আর তারপরই ইনস্টা স্টোরিতে অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট- “তুমি যখন নেগেটিভিটি থেকে দূরে থাকো, তখন জীবন সুন্দর হয়।” কিন্তু আরবাজ না অর্জুন, কার উদ্দেশে এমন পোস্ট ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’-এর?

Advertisement

[আরও পড়ুন: বর্ষশেষের ‘মন কি বাতে’ ব্রাত্য বলিউড! দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সাফল্যে পঞ্চমুখ মোদি]

সেই উত্তর অধরা থাকলেও দিন কয়েক ধরেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন মালাইকা অরোরা। মন দিয়ে পড়লে বোঝা যাবে, যেগুলোর অন্তর্নিহিত অর্থ অনেকটাই দুঃখ, অভিমান প্রাধান্য পেয়েছে। সম্প্রতি অভিনেত্রীর একটা পোস্টে লেখাছিল- “ঘুম থেকে উঠে পরার পোশাক পেয়েছি। কল থেকে জল পড়ছে। টেবিলে খাবার আছে। আমি জীবনের প্রতি কৃতজ্ঞ।” তাহলে কি অর্জুন কাপুরের সঙ্গেও প্রেমে ভাঙন? এমন কৌতূহলেরই ভিড় মালাইকার অনুরাগীদের মনে।

[আরও পড়ুন: মুখে গ্লাস নিয়ে ছেলে ববির ‘জামাল কুদু’ গানে নাচ এবার ধর্মেন্দ্রর, হেসে গড়ালেন সলমন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement