Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

অর্জুনের ‘আমি সিঙ্গল’ মন্তব্যে মালাইকার খোঁচা! সোশাল মিডিয়ায় খুল্লমখুল্লা কী লিখলেন?

অর্জুনের এমন কাণ্ডকে মোটেই ভালো চোখে দেখছেন না মালাইকা অরোরা।

Malaika Arora posts about 'touching a heart' after Arjun Kapoor confirms breakup
Published by: Akash Misra
  • Posted:October 31, 2024 2:00 pm
  • Updated:October 31, 2024 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে পিছু না ভেবে টুক করে প্রকাশ্যে অর্জুন কাপুর বলে ফেললেন, আমি সিঙ্গল! যে বিষয়টা এতদিন গোপনে গোপনে রেখেছিলেন মালাইকা ও অর্জুন, সেই বিষয়টাই একেবারে স্পষ্ট! অর্জুনের এমন কাণ্ডকে মোটেই ভালো চোখে দেখছেন না মালাইকা অরোরা। আর সেই কারণেই সোশাল মিডিয়ায় দিলেন নতুন পোস্ট। নিন্দুকরা বলছেন, এই পোস্ট আসলে অর্জুনকে খোঁচা মারার জন্যই।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কখনও তাঁদের একসঙ্গে দেখা যায়, কখনও আবার আলাদা পথের পথিকের মতো সোশাল মিডিয়ায় পোস্ট দেন। তাতেই বিচ্ছেদের জল্পনায় ঘৃতাহুতি পড়ে। তখন আবার প্রশ্ন ওঠে, সত্যিই কি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ব্রেকআপ হয়ে গিয়েছে? সবার সামনেই যেন এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অর্জুন। অভিনেতা দাবি করলেন তিনি, ‘সিঙ্গল।’ আর অর্জুনের এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই এবার মালাইকা দিলেন খোঁচা।

Advertisement

কী লিখলেন?

সম্প্রতি মালাইকা তাঁর সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, “মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন সে আত্মাকে ছুঁয়ে থাকতে পারে।” নিন্দুকরা বলছেন, মালাইকা এই লেখার মধ্যে দিয়েই অর্জুনকে কটাক্ষ করেছেন।

মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মালাইকা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের ‘ছঁইয়া ছঁইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়েছিল। তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয়। ২০১৬-তেই নাকি নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

প্রথমে সম্পর্ক নিয়ে বেশ গোপনীয়তা ছিল অর্জুন-মালাইকার। কিন্তু তার পর একেবারে খুল্লমখুল্লা প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা। শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। বেশ কয়েকদিন ধরেই মালাইকা, অর্জুনের সোশাল মিডিয়া পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দেখা যাচ্ছিল।

এর মধ্যেই আবার মালাইকার জীবনে নেমে আসে বিপর্যয়। মুম্বইয়ের বান্দ্রা এলাকার ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হন অভিনেত্রীর বাবা। খবর পেয়েই ছুটে যান অর্জুন কাপুর। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজও গিয়েছিলেন বান্দ্রায়। কিন্তু সম্প্রতি ‘সিংহম এগেইন’ ছবির একটি প্রচারের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তাতে ‘মালাইকা’র নাম শুনেই অর্জুন কাপুর বলে ওঠেন, ” না না! আমি এখন সিঙ্গল। সুতরাং নিশ্চিন্তে থাকুন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement