Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

নিতম্বের উপরে উঁকি দিচ্ছে ট্যাটু, কালো বিকিনিতে উষ্ণতা ছড়ালেন মালাইকা

নীল জলের উপর দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

Malaika Arora posted bold picture on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 19, 2022 5:22 pm
  • Updated:June 19, 2022 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাইকা অরোরা (Malaika Arora)। এই নামের কাছে বয়স যেন কেবল সংখ্যামাত্র। পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও কীভাবে যৌবন ধরে রাখা যায়  তা ভাল করেই জানেন ‘ছঁইয়া ছঁইয়া…’ গার্ল। তাইতো তিনিই পারেন নীল জলের উপর দাঁড়িয়ে কালো বিকিনি পরে ক্যামেরার সামনে পোজ দিতে। 

Malaika Arora

Advertisement

এক্কেবারে রবিবাসরীয় মেজাজে ছবিটি পোস্ট করেছেন মালাইকা। যেখানে ভেজা শরীরে লেন্সবন্দি হয়েছেন তিনি। সম্ভবত ডাইভিংয়ে গিয়েছিলেন মালাইকা। সেই সরঞ্জাম রয়েছে তাঁর হাতে। বেণী বাঁধা ভেজা পিঠে লেপটে রয়েছে। কালো বিকিনির উপরে উঁকি দিচ্ছে ট্যাটু। নিতম্বের ঠিক উপরে কী নকশা করিয়েছেন মালাইকা। তা বোঝা যায়নি। তবে দেখে মনে হচ্ছে, কিছু লেখা রয়েছে সেখানে। তা নিয়েই দর্শকদের উৎসাহ তুঙ্গে। কেউ ভাবছেন প্রিয় কারও নাম লিখিয়েছেন মালাইকা, কেউ আবার মনে করছেন কোনও বিশেষ বার্তা লেখা রয়েছে।

Malaika-1 

[আরও পড়ুন: সফল সাইকোলজিক্যাল থ্রিলার মাসুম, ওটিটিতে অভিষেকেই বাজিমাত বোমান ইরানির]

মিউজিক চ্যানেলের সঞ্চালক হিসেবে কেরিয়ার শুরু করেন মালাইকা। বেশিরভাগ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে আইটেম ডান্সার হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ১৯৯৮ সালে সলমন খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। দীর্ঘদিন খান পরিবারের বধূ ছিলেন তিনি। ২০১৬ সালে মালাইকা-আরবাজ আলাদা থাকার কথা জানান। ২০১৭ সালে তাঁদের ডিভোর্স হয়। দু’জনের এক ছেলে রয়েছে।

malaika_arbaz

২০১৬ সালেই নিজের থেকে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের প্রেমে পড়েন মালাইকা। কিছুদিন আগেই পথ দুর্ঘটনার শিকার হয়েছিলেন অভিনেত্রী।  কপালে গুরুতর চোট লেগেছিল তাঁর। দুর্ঘটনার পরে বাড়িতেই ছিলেন তিনি। অর্জুন নিজেই দেখভাল করছিলেন মালাইকার। সেই দুর্ঘটনার কথা এখনও ভুলতে পারেননি তিনি। মাঝে মধ্যে আতঙ্ক জাগছে তাঁর মনে। তবে অর্জুনের জন্যই ধীরে ধীরে সেই খারাপ স্মৃতি থেকে বেরিয়ে আসছেন মালাইকা। সে কথা নিজেই জানিয়ে ছিলেন। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন দু’জন।  

Malaika Arora discharged from hospital after suffering injuries

[আরও পড়ুন: ‘এবার থেকে কথা বলার আগে দু’বার ভাবব’, ধর্মীয় হিংসা বিতর্কে মুখ খুললেন সাই পল্লবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement