Advertisement
Advertisement
Malaika Arora

অর্জুনকে বিয়ে নয়, অন্য বিষয়ে রাজি! নতুন পোস্টে গুঞ্জনে ইতি টানলেন মালাইকা

ঠিক কী লিখলেন মালাইকা?

Malaika Arora New instagram Post goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 11, 2022 10:50 am
  • Updated:November 11, 2022 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কী কাণ্ড। লোকে যা ভেবেছিল, ঘটল তার উলটোটাই। রীতিমতো সবাইকে একেবারে বোকা বানালেন মালাইকা অরোরা। গুঞ্জনে বারুদ ফেলে, গোটা বলিউডে বিয়ের খবর ছড়িয়ে, শেষমেশ গল্পে আনলেন মোক্ষম টুইস্ট! এবার স্পষ্ট জানিয়ে দিলেন, অর্জুন কাপুরকে (Arjun Kapoor) বিয়ে করার আপাতত কোনও প্ল্যান নেই তাঁর।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বৃহস্পতিবারই মালাইকা (Malaika Arora) তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমি হ্যাঁ বলেছি!’ মালাইকার এই পোস্ট দেখে গোটা বলিউডে রটে যায় বহুদিনের প্রেমিক অর্জুন কাপুরকে বিয়ের জন্য নাকি হ্য়াঁ করেছেন মালাইকা। এমনকী, রটে যায় অর্জুন ও মালাইকার এনগেজমেন্টের খবরও। তবে এসব গুঞ্জনে ইতি টানলেন মালাইকা নিজেই। মালাইকা আরেকটি পোস্টে স্পষ্ট জানালেন, তাঁর আগের পোস্টের সঙ্গে বিয়ের কোনও সম্পর্কই নেই। গোটা কাণ্ডটা যে এক রিয়্যালিটি শোয়ের প্রচারে, তা মালাইকা বুঝিয়ে দিলেন নতুন পোস্টে।

Advertisement

Malaika-1

[আরও পড়ুন: কাশ্মীরের পর এবার করোনা টিকা! নতুন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

মালাইকা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করলেন, ‘মুভিং উইথ মালাইকা’ নামে একটি রিয়্যালিটি শোয়ের ঝলক। সেই ঝলক শেয়ার করে মালাইকা লিখলেন, অবশেষে হ্য়াঁ করে ফেললাম হটস্টারকে। নতুন এক রিয়্যালিটি শোয়ের জন্য। আপনারা অন্য কিছু ভাবছিলেন?’ ৫ ডিসেম্বর থেকে হটস্টারে দেখা যাবে এই শো।

Malaika & Arjun

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তবে বিয়ে নিয়ে যে আপাতত কিছু ভাবছেন না মালাইকা, তা ফের বুঝিয়ে দিলেন বলিউড সুন্দরী।

[আরও পড়ুন: মিমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ পরীমণির! দুই নায়িকার ঝগড়ায় তোলপাড় বাংলাদেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement