Advertisement
Advertisement
Malaika Arora

অনুরাগীদের চাপে চিঁড়ে চ্যাপ্টা মালাইকা! বিরক্ত হয়ে বললেন ‘ডোন্ট পুশ মি’

সম্প্রতি দুবাইয়ের এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন মালাইকা।

Malaika Arora mobbed by fans in Dubai for selfies| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 27, 2023 1:28 pm
  • Updated:April 27, 2023 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলবে, তাঁর বয়স ৫০ ছুঁইছুই! মালাইকা তো এখনও এক হাত নিতে পারেন আঠারোর নায়িকাদের। সেই লাস্যময়ী মালাইকাকে সামনে পেলে যে, অনুরাগীরা একবার ছুঁতে চাইবেন! তাই তো স্বাভাবিক। কিন্তু ছোঁয়ার নাম করে শেষমেশ ধাক্কা!

হ্য়াঁ, এমনটাই ঘটে গেল সম্প্রতি। দুবাইয়ে এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন মালাইকা। শো শেষে বাইরে বের হতেই গণ্ডগোল শুরু। সেলফি তোলার নাম করে মালাইকার কাছে আসতেই শুরু হল ধাক্কা ধাক্কি। শেষমেশ, আর না পেরে মালাইকা রীতিমতো বিরক্ত হয়েই বলে ফেললেন প্লিজ ডোন্ট পুশ! অসুবিধা হচ্ছে তো! কিন্তু কে শোনে, কার কথা। ধাক্কা চলতেই লাগল। অবশেষে অনেক কষ্টে ভিড় কাটিয়ে মালাইকা গিয়ে উঠলেন গাড়িতে। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: সিনেমার কাজে মুম্বই ছাড়তে ভয় পাচ্ছেন রণবীর কাপুর! কারণ জানলে অবাক হবেন]

এর আগে ক্যামেরার সামনে ছবি তোলার সময় হঠাৎই এক ব্যক্তি হাত দিয়ে ফেলেছিল মালাইকার ক্লিভেজে। সেই সময়ও নিজেকে সামলে নিয়েছিলেন মালাইকা। হাত দিয়ে ঢাকেন ক্লিভেজ। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ‘দেশের জন্য কী করেছেন?’, নেটিজেনদের প্রশ্নে মুখে কুলুপ বিবেক অগ্নিহোত্রীর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement