Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

‘সব রটনা, বিচ্ছেদ হয়নি’, অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকা

কী বললেন মালাইকা?

Malaika Arora finally addresses reports of breakup with Arjun Kapoor
Published by: Akash Misra
  • Posted:June 1, 2024 11:50 am
  • Updated:June 1, 2024 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার হঠাৎ করেই রটে গেল মালাইকা অরোরা (Malaika Arora) ও অর্জুন কাপুরের (Arjun Kapoor) মধ্যে নাকি অবশেষে বিচ্ছেদ হয়ে গিয়েছে। এমনকী, রটে যায়, মালাইকাই নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তবে রাত পেরতেই নতুন খবর। মালাইকার ম্যানেজার স্পষ্ট জানিয়ে দিলেন, ”এসব মিথ্যে। সবই রটনা। অর্জুনের সঙ্গে এখনও তাঁর সম্পর্ক মধুর।”

২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন।

Advertisement

[আরও পড়ুন: অর্জুন-মালাইকার বিচ্ছেদ পাকা! ৬ বছরের সম্পর্কে ইতি, নেপথ্যে তৃতীয় ব্যক্তি?]

গতবছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে তারপরও একসঙ্গে দেখা গিয়েছে অর্জুন-মালাইকাকে। এবার তারকাজুটির বিচ্ছেদের জল্পনায় সিলমোহর! অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রই এই খবরে সিলমোহর বসিয়েছে। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে।

শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তাঁরা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। আর তাই তো সব গুঞ্জন উড়িয়ে মালাইকা জানিয়ে দিলেন তাঁর মন অর্জুনেই রয়েছে।

[আরও পড়ুন: দার্জিলিংয়ে পূর্ণিমার রাতে চা পাতা তুললেন নীল-তৃণা, ১ কেজি চায়ের দাম ১ লক্ষ টাকা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement