Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

কালো পোশাকে স্পষ্ট নিতম্ব! সোশ্যাল মিডিয়ায় ফের কটাক্ষের শিকার মালাইকা

কটাক্ষের উত্তরে নেটিজেনদের একহাত নিয়েছেন মালাইকা।

Malaika Arora bold photo goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 10, 2022 9:40 pm
  • Updated:March 10, 2022 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রোল হওয়াটা একেবারে অভ্যাস বানিয়ে ফেলেছেন বলিউডের হট আইটেম ডান্সার মালাইকা অরোরা (Malaika Arora)। কখনও খোলামেলা জিম পোশাক তো কখনও প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে খুল্লমখুল্লা আদরের ছবি দিয়ে ভাইরাল হয়ে যান মালাইকা। নেটিজেনদের কটাক্ষের শিকারও হন তিনি। তবে কখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মালাইকা। তবে এবার ধৈর্য্যের বাঁধ ভাঙল।

[আরও পড়ুন: সংকটে অর্চনার কেরিয়ার! পাঞ্জাবে সিধুর হারের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু রসিকতা ]

গপ্পোটা হল, সম্প্রতি মুম্বইয়ে ফারহান আখতারের রিসেপশনে হাজির হয়েছিল মালাইকা। তার পরনে ছিল কালো রঙের ফিনফিনে এক গাউন। যে গাউনে স্পষ্ট  তাঁর নিতম্ব। হাতের সামনে মালাইকাকে পেয়ে পাপারাজ্জিরাও এলেন ধেয়ে। একের পর এক উঠল ছবি। এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু সেই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন মালাইকা অরোরা! পোশাকের ফাঁক দিয়ে নিতম্ব দেখা যেতেই হইচই শুরু করে দিলেন নেটিজেনদের কেউ কেউ।

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

নেটিজেনদের এসব মন্তব্য মালাইকার কানে গিয়েও পৌঁছল। এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘এগুলো সব নোংরা মস্তিষ্কর উদাহরণ। আমি পাত্তা দিই না!’ 

[আরও পড়ুন: মিকা সিংয়ের জীবনসঙ্গীর খোঁজে স্বয়ম্বরের ভাবনা, থাকতে পারেন রাখি সাওয়ান্তও ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement