Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

গাড়ি দুর্ঘটনার কবলে মালাইকা অরোরা! কেমন আছেন তিনি?

একটি ফ্যাশন শো থেকে ফেরার সময়ই ঘটে বিপত্তি।

Malaika Arora admitted to hospital after car accident | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 2, 2022 9:32 pm
  • Updated:April 2, 2022 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় আহত হলেন বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার ও অভিনেত্রী মালাইকা অরোরা। খবর অনুযায়ী, আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ের অ্যাপোলো হাসপাতালে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় মালাইকা একেবারেই সুস্থ রয়েছেন। আঘাত খুব একটা গুরুতর নয়।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হঠাৎই ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা তিনটে গাড়িকে। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত করছে। ঠিক কী ঘটেছিল তা জানারও চেষ্টা করছে পুলিশ। 

Advertisement

[আরও পড়ুন: ঋষি-নীতুর বিয়ের স্মৃতি ফেরাবেন রণবীর কাপুর , পৈতৃক বাড়িতে আলিয়ার সঙ্গে মালাবদল]

শনিবার দুপুরে একটি ফ্যাশন শুটে হাজির হয়েছিলেন মালাইকা। সেই অনুষ্ঠান থেকে ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। তবে জানা গিয়েছে, একেবারেই সুস্থ রয়েছেন বলিউডের মুন্নি।

পাপারাৎজিদের কাছে খুবই প্রিয় মালাইকা। জিম থেকে বিমানবন্দর, যেখানেই যান না কেন মালাইকা, সেখানেই ক্যামেরা নিয়ে পৌঁছে যান ছবি শিকারিরা। মালাইকা তাঁদের নানা আবদারও মেটান। ছবি তোলেন নানা পোজে। আর অন্যদিকে, অর্জুনের সঙ্গে প্রেম মাখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মালাইকা নজর কাড়েন অনুরাগীদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা অরোরা খান জানিয়ে ছিলেন, তিনি এক কন্যা সন্তান দত্তক নিতে চান। আর তাঁর এই ইচ্ছে বহুদিনের। মালাইকার কথায়, ‘আমার এক ছেলে রয়েছে। যার সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। আমি জীবনের সব সমস্যা আলোচনা করি ছেলের সঙ্গে। সব সিদ্ধান্তই ছেলেকে সঙ্গে করে নিই। তবে কয়েক বছর ধরে একটি মেয়ে সন্তানের অভাব বোধ করছি। আসলে, মায়ের সঙ্গে মেয়ের অদ্ভুত এক বোঝাপড়ার সম্পর্ক থাকে। যা ছেলের সঙ্গে তৈরি হয় না। আমি আর আমার মেয়ে একসঙ্গে সাজবো, একসঙ্গে ঘুরবো, গসিপ করব। এই ব্যাপারটা ছেলের সঙ্গে ঠিক জমে না!’ এই সাক্ষাৎকারের পর গুঞ্জনে এসেছিল অর্জুনের সঙ্গে বিয়ে করার পরই নাকি মেয়ে সন্তান দত্তক নিতে চান মালাইকা! 

[আরও পড়ুন: ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকা এবার রণবীর কাপুরের নায়িকা, কোন ছবিতে জুটি বাঁধলেন দুই তারকা?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement