Advertisement
Advertisement

Breaking News

Mahiya Mahi

ফেসবুক লাইভে এসে ডিভোর্সের ঘোষণা, হাউ হাউ করে কেঁদে ফেললেন মাহিয়া মাহি

২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কামরুজ্জামান সরকারকে বিয়ে করেছিলেন মাহি

Mahiya Mahi annouce Divorce on Facebook Live| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 17, 2024 10:11 am
  • Updated:February 17, 2024 10:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই গুঞ্জনে ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি নাকি ডিভোর্স দিতে চলেছেন স্বামী কামরুজ্জামান সরকারকে। শোনা গিয়েছিল মাহিয়া ও কামরুজ্জামান নাকি বেশ কয়েকমাস ধরেই আলাদা থাকছেন। এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন মাহিয়া মাহি নিজেই। শুক্রবার ফেসবুক লাইভে এসে ডিভোর্সের কথা সরাসরি জানান অভিনেত্রী।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কামরুজ্জামান সরকারকে ওরফে রাকিব ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। এরপর ২০২৩ সালের মার্চ মাসে পুত্র সন্তান ফারিশের জন্ম দেন মাহি। ভালোই চলছিল সংসার। কিন্তু হঠাৎ বিয়ের দুবছর কাটতে না কাটতেই বিচ্ছেদের ঘোষণা!

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেলাগাম মধুচন্দ্রিমা আরবাজের! সুরার প্রশ্ন, ‘চা-কফি খাবে, না আমাকে?’]

ফেসবুক লাইভে ডিভোর্স ঘোষণা করার সময় হাউ হাউ করে কেঁদে ফেলেন মাহিয়া। তিনি বলেন, ”একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না।’ ফেসবুক লাইভে এসে মাহিয়া আরও জানান, অনেক দিন ধরেই রাকিবের সঙ্গে থাকছেন না, ফারিশকে নিয়ে আলাদা সংসার পেতেছেন। মাহিয়া বলেন, ”ও হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।”

[আরও পড়ুন: যন্ত্রণায় কাতর ভিকি কৌশল, অভিনেতার ভিডিও দেখে শিউড়ে উঠল নেটপাড়া! কী ঘটেছে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement