Advertisement
Advertisement
Mahabharata at OTT

চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এফেক্ট, ওয়েব দুনিয়ায় আসছে ‘মহাভারত’, দেখুন ছবি

ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে নতুন এই প্রজেক্টের ঘোষণা করা হয়।

Mahabharat is coming soon at Disney+ Hotstar, see firstlook | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 10, 2022 7:23 pm
  • Updated:September 10, 2022 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাভারত (Mahabharata)। ভারতবর্ষের মানুষের কাছে এই মহাকাব্যের আবেদন চিরন্তন। বিদেশি পাঠকরাও মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন কুরুক্ষেত্রের আখ্যান। সেই কাহিনি এবার ওয়েব দুনিয়ায় উঠে আসতে চলেছে। সৌজন্য ওয়েব প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar)। সেখানেই নতুনভাবে দেখা যাবে মহাভারত। যার ফার্স্টলুক প্রকাশ করা হল শনিবার।

Mahabharata-at-OTT-4

Advertisement

ক্যালিফোর্নিয়ায় ডিজনির এক অনুষ্ঠানে নতুন এই প্রজেক্টের ঘোষণা করা হয়। বিশেষ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকছেন বলিউডের প্রযোজক মধু মন্টেনা, মিথ লাভার্স স্টুডিও এবং আল্লু এন্টারটেনমেন্ট।  যতদূর সম্ভব সিরিজ হিসেবে ‘মহাভারত’ ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। আর তাতে থাকছে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এফেক্ট। 

Mahabharata-at-OTT-3

[আরও পড়ুন: রণবীরের মায়ের চরিত্রে দীপিকা পাড়ুকোন! ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় ভাগে রয়েছে আরও বড় চমক]

ফার্স্টলুক হিসেবে যে ছবিগুলি শেয়ার করা হয়েছে। তা প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দেয়। গ্রাফিক্যাল ইমেজই ব্যবহার করা হয়েছে। নতুন এই প্রজেক্টের বিষয়ে কথা বলতে গিয়ে ডিজনি প্লাস হটস্টারের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা খুবই লার্জ স্কেলে মহাভারত তৈরি করতে চলেছি। নতুন এই প্রজেক্ট নিয়ে খুবই এক্সাইটেড। আমাদের প্রযোজক মধু মন্টেনা আর খুবই দক্ষ একটি টিম কাজ করছে। চিত্রনাট্য লেখার কাজও খুবই ভালভাবে এগোচ্ছে। “

Mahabharata-at-OTT-5

আটের দশকের শেষে ছোটপর্দায় ‘মহাভারত’-এর কাহিনি তুলে ধরেছিলেন বি আর চোপড়া। তারপরও একাধিকবার ছোটপর্দায় পাণ্ডব ও কৌরবদের কাহিনি দেখা গিয়েছে। তবে এ কাহিনির আবেদন দর্শকদের কাছে চিরন্তন বলেই মনে করছেন অনেকে। শোনা যাচ্ছে, গত কয়েকমাস ধরে নতুন ‘মহাভারত’-এর প্রস্তুতি চলছিল। চিত্রনাট্যের কাজ আরও একটু এগোলে অভিনেতাদের বাছা হবে। 

[আরও পড়ুন: হৃত্বিকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি, অনুরাগীর উপর রেগে আগুন অভিনেতা, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement