Advertisement
Advertisement

Breaking News

Maha Kumbh Girl Monalisa

বলিউডে ব্রেক অধরা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পরিচালক সনোজের জন্য কেঁদে ভাসাচ্ছেন মহাকুম্ভের মোনালিসা!

মহাকুম্ভের মোনালিসাকে নিয়ে সিনেমা স্থগিত!

Maha Kumbh Girl Monalisa Breaks Down In Viral Video After Sanoj Mishra’s Arrest
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2025 9:28 pm
  • Updated:April 1, 2025 9:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle)। খারগাঁওয়ের এই ষোড়শীর বলিউডের পর্দায় পা রাখার কথা ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবি দিয়ে। ফিল্মি পিচে পা দেওয়ার আগে নানা অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিকবার ‘টেস্ট রান’ও দিয়েছেন। তবে ধর্ষণের অভিযোগে পরিচালক সনোজ মিশ্র গ্রেপ্তার হওয়ায় সেই সিনেমার কাজ আপাতত বিশ বাওঁ জলে! রবিবারই শ্রীঘরে ঠাঁই পেয়েছেন পরিচালক। সেই আবহেই মহাকুম্ভের ভাইরালকন্যা মোনালিসার হাপুস নয়নে কাঁন্নার ভিডিও ভাইরাল।

মাস দুয়েক আগেই সনোজ মিশ্র ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ (The Diary of Manipur) সিনেমার ঘোষণা করেন। যেখানে অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের ভাইরাল স্টার মোনালিসা ভোঁসলে। পরিচালক এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটি পরিচালনা করেছিলেন। সনোজের হাত ধরেই কেরালায় পাড়ি দিয়েছিলেন মোনালিসা। সম্প্রতি পরিচালক খোদ তাঁর মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হয়েছে। ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন মোনালিসা ভোঁসলে। পেট চালাতে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছিলেন বিড়ালাক্ষী এই মালাপসারিণী। আগে শোনা গিয়েছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন। সেই জল্পনার মাঝেই মোনালিসার বলিউড অভিষেকের খবর এসেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনও পাকা না হলেও হিন্দি বিনোদুনিয়ায় মোনালিসা ভোঁসলের পা রাখা নিশ্চিত। তবে এবার কানাঘুষো খবর, সনোজ মিশ্রর গ্রেপ্তারিতে সেই সিনেমার কাজ বিশ বাওঁ জলে! সেই আবহেই মোনালিসা ভোঁসলের কান্নার ভিডিও ভাইরাল। যেখানে দেখা গেল, বাড়ির সদস্যরা তাঁকে ঘিরে রয়েছে। এদিকে কেঁদে ভাসাচ্ছেন মোনালিসা। কেউ তাঁর চোখের জল মুছিয়ে দিচ্ছেন। সনোজের জন্যই কি এই কান্না? প্রশ্ন উঠেছে।

Advertisement

বিনোদুনিয়ায় খুব একটা পরিচিত নাম না হলেও ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালনা করে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছিলেন সনোজ মিশ্র। তার পরই অগ্নিগর্ভ মণিপুর নিয়ে সিনেমার ঘোষণা করেন। সে সিনেমার কাস্টিংয়ে মহাকুম্ভের ভাইরাল মালাপসারিণী মোনালিসা ভোঁসলেকে ঠাঁই দিয়ে ‘বুক ফুলিয়ে’ ঘোষণা করেছিলেন, ‘বলিউডের আর পাঁচজন অভিনেত্রীর মতো এই মেয়েটি অর্ধনগ্ন হয়ে ছবি পোস্ট করে না। ভীষণই সাদামাটা, সংস্কৃতিমনস্ক মোনালিসা।’ সনোজ মিশ্রর এমন কটাক্ষ নিয়ে অনেকেরই ভ্রু আন্দোলিত হয়েছিল! এবার সেই পরিচালকই কিনা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার।

ঝাঁসির এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার সনোজ মিশ্রকে গ্রেপ্তার করেছে নবি করিমের পুলিশ। ওই তরুণীর অভিযোগ, ২০২১ সালে সনোজের সঙ্গে তাঁর পরিচয় হয়। ঝাঁসিতে পৌঁছে সনোজ নাকি তাঁকে হুমকি দেন, দেখা না করলে তিনি আত্মঘাতী হবেন। সেই ভয়েই তরুণী দেখা করতে বাধ্য হন। এরপরই কাজ দেওয়ার নাম করে এক রিসর্টে তাঁকে নিয়ে গিয়ে মাদকমিশ্রিত পাণীয় খাইয়ে ধর্ষণ করেন পরিচালক। শুধু তাই নয়, অভিযোগকারিণীর সংযোজন, সনোজ মিশ্র তাঁর আপত্তিকর ছবি-ভিডিও তোলেন এবং মুখ খুললে সেগুলো ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন। এরপরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতিতাকে বিভিন্ন জায়গায় ডেকে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সনোজ মিশ্র। এমন অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ঝাঁসির ওই তরুণী। যার ভিত্তিতে রবিবার গ্রেপ্তার করা হয়েছে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির পরিচালককে। সেই খবর শুনেই কি মহাকুম্ভের মালাপসারিণীর চোখে জল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement