Advertisement
Advertisement

Breaking News

Madonna

‘মানুষ এত নিষ্ঠুর হয় কী করে!’ কনসার্ট থামিয়ে ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মন্তব্য ম্যাডোনার

'আমরাই পৃথিবীকে পরিবর্তন করতে পারি', মন্তব্য ম্যাডোনার।

Madonna stops concert to talk about Israel and Hamas war | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 21, 2023 2:08 pm
  • Updated:October 21, 2023 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনসার্টে গান গাইতে গাইতে মাঝপথে থেমে গেলেন ম‌্যাডোনা (Madona)। ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। হামাসদের হামলার পর সাম্প্রতিক এই যুদ্ধ পরিস্থিতিতে ব‌্যথিত মার্কিন পপ গায়িকা।

লন্ডনের ও২ এরিনায় গান গাওয়ার ফাঁকে তিনি বলে ওঠেন, “এই মুহূর্তে ইজরায়েল (Israel) ও প‌্যালেস্তাইনের (Palestine) মধ্যে যা হচ্ছে তা খুবই দুঃখের। সোশ‌্যাল মিডিয়া খুললেই যা বীভৎস ছবি দেখছি বমি পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি শিশুদের অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে। বাচ্চাদের পণবন্দি করছে। তাদের গুলি করে মারছে। একজন মানুষ আর একজন মানুষের প্রতি কী করে এত নিষ্ঠুর হতে পারে এটা ভাবলেই আমার ভয় করছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যাগে বোমা আছে’, বিমানযাত্রীর মন্তব্যে ‘নাটক’ আকাসার উড়ানে! তার পর…]

এরপরই তাঁর ভক্ত দর্শকদের উদ্দেশে‌ বলেন, “আমরা সবাই মোমবাতি। আমরা সবাই পৃথিবীতে আলো আনতে পারি। আমরা যদি পর্যাপ্ত আলো জ্বালাতে পারি তাহলে উদারতা ও একতা বাড়বে। কোনও রাজনীতিবিদ, কোনও আইন, কোনও নিষেধাজ্ঞা কোনও ভূমিকে কেড়ে নিতে পারে না। আমরা নিজেরাই সচেতন হয়ে পৃথিবীকে পরিবর্তন করতে পারি।”

[আরও পড়ুন: রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণে ‘সতর্কতা’, বিতর্কে ইউটিউব]

জুন মাসে ব‌্যাকটেরিয়াল সংক্রমণের জেরে গুরুতর অসুস্থ হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে কনসার্ট করতে দেখা গেল ম‌্যাডোনাকে। সেই সময় হাসপাতালের আইসিইউতে তিনি দীর্ঘদিন ভর্তি ছিলেন। অন‌্যদিকে ইজরায়েলে হামাস জঙ্গিদের হামলা ও তারপর ইজরায়েলের পাল্টা আক্রমণে এখনও পর্যন্ত চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement